খ্রিস্টীয় জীবনযাপন
আপনার ব্যক্তিগত অধ্যয়নকে আরও পরিতৃপ্তিদায়ক করে তুলুন
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: ঈশ্বরের বাক্যের ব্যক্তিগত অধ্যয়ন আমাদের সত্যের ‘প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা বুঝিতে’ সাহায্য করে। (ইফি ৩:১৮) এ ছাড়া, এটা আমাদের এক মন্দ জগতে অনিন্দনীয় ও নিষ্কলঙ্ক থাকতে এবং “জীবনের বাক্য ধরিয়া” রাখতে সাহায্য করে। (ফিলি ২:১৫, ১৬) ঈশ্বরের বাক্যের ব্যক্তিগত অধ্যয়ন আমাদের এমন বিষয়বস্তু বেছে নেওয়ার সুযোগ দেয়, যেগুলো ব্যক্তিগতভাবে আমাদের প্রয়োজন। কীভাবে আমরা বাইবেল পড়া ও অধ্যয়ন করা থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারি?
যেভাবে এটা করা যায়:
-
আপনার ব্যক্তিগত অধ্যয়নের বাইবেলে বিভিন্ন পদ হাইলাইট করুন এবং নোট লিখুন, হোক তা কাগজে কিংবা ইলেকট্রনিক ফরম্যাটে
-
ঈশ্বরের বাক্য পড়ার সময় নিজেকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করুন: ‘কে? কী? কখন? কোথায়? কেন? কীভাবে?’
-
সমস্ত তথ্য জানুন। আপনার কাছে থাকা গবেষণার হাতিয়ারগুলো ব্যবহার করে কোনো বিষয় কিংবা বাইবেলের পদ নিয়ে গবেষণা করুন
-
আপনি যা পড়েন, সেটা কীভাবে আপনার ক্ষেত্রে প্রযোজ্য, তা বোঝার জন্য ধ্যান করুন
-
আপনি যা শেখেন, সেটাকে আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগান।—লূক ৬:৪৭, ৪৮
‘ধরিয়া রাখুন’—কার্যকরী ব্যক্তিগত অধ্যয়নের মাধ্যমে শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
ব্যক্তিগত অধ্যয়ন সম্বন্ধে কেউ কেউ কী বলেছে?
-
কেন আমাদের প্রতি বার ব্যক্তিগত অধ্যয়ন শুরু করার আগে প্রার্থনা করা উচিত?
-
কী আমাদের বাইবেলের কোনো অংশ ভালোভাবে বোঝার জন্য সাহায্য করতে পারে?
-
আমাদের অধ্যয়নের বাইবেলে আমরা কোন ধরনের চিহ্ন ব্যবহার করতে পারি?
-
কেন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার সময় ধ্যান করা খুবই গুরুত্বপূর্ণ?
-
কোনো কিছু শেখার পর আমাদের কী করা উচিত?