সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

যিহোবা কী মনে করবেন?

যিহোবা কী মনে করবেন?

বড়ো কিংবা ছোটো, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা কি নিজেদের জিজ্ঞেস করি, ‘যিহোবা কী মনে করবেন?’ যদিও আমরা কোনো দিন যিহোবার মন সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারব না, কিন্তু তিনি তাঁর বাক্যে সেই সম্বন্ধে যথেষ্ট তথ্য জানিয়েছেন, যেন আমরা “সমস্ত সৎকর্ম্মের” জন্য সুসজ্জীভূত হই। (২তীম ৩:১৬, ১৭; রোমীয় ১১:৩৩, ৩৪) যিহোবার ইচ্ছা কী, যিশু তা স্পষ্টভাবে বুঝেছিলেন এবং সেটা পালন করাকে তাঁর জীবনে প্রধান বিষয় করে তুলেছিলেন। (যোহন ৪:৩৪) যিশুকে অনুকরণ করার মাধ্যমে আমরাও যেন এমন সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য যথাসাধ্য করি, যেগুলো প্রভু যিহোবাকে খুশি করে।—যোহন ৮:২৮, ২৯; ইফি ৫:১৫-১৭.

যিহোবার ইচ্ছা কী, তা সবসময় বোঝার চেষ্টা করুন (লেবীয় ১৯:১৮) শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কেন আমাদের অবশ্যই নিজেদের জীবনে বাইবেলের নীতি কাজে লাগাতে হবে?

  • সংগীত বাছাইয়ের সময় বাইবেলের কোন নীতিগুলোর দ্বারা আমাদের প্রভাবিত হওয়া উচিত?

  • পোশাক-আশাক ও সাজগোজ বাছাইয়ের সময় বাইবেলের কোন নীতিগুলোর দ্বারা আমাদের প্রভাবিত হওয়া উচিত?

  • জীবনের আর কোন কোন ক্ষেত্রে আমাদের বাইবেলের নীতি কাজে লাগাতে হবে?

  • যিহোবার ইচ্ছা কী, তা বোঝার ক্ষমতাকে আমরা কীভাবে বাড়াতে পারি?

আমার সিদ্ধান্তগুলো যিহোবার সঙ্গে আমার সম্পর্কের বিষয়ে কী প্রকাশ করে?