সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জুন ২৪-৩০

ফিলিপীয় ১-৪

জুন ২৪-৩০
  • গান ৩৮ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ২২

  • কার হাতে নিয়ন্ত্রণ রয়েছে—তোমার না কি তোমার ডিভাইসের?: (৫ মিনিট) ভিডিওটা দেখান। এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন: কীভাবে ইলেকট্রনিক ডিভাইসগুলো আমাদের সাহায্য করে থাকে? ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্রতি আসক্তি তোমার উপর কোন কোন নেতিবাচক প্রভাব ফেলতে পারে? তুমি কীভাবে বুঝতে পারবে, তুমি সেগুলোর প্রতি আসক্ত কি না? ‘যাহা যাহা ভিন্ন প্রকার [“শ্রেয়ঃ,” পাদটীকা], তাহা পরীক্ষা করিয়া চিনিতে পারিবার’ কয়েকটা ব্যাবহারিক উপায় কী? (ফিলি ১:১০)

  • বিজ্ঞতার সঙ্গে আমোদপ্রমোদ বাছাই করুন”: (১০ মিনিট) আলোচনা। আমি কোন ধরনের আমোদপ্রমোদ বাছাই করব? শিরোনামের ভিডিওটা দেখান।

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ১৮১৯

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৪১ এবং প্রার্থনা