সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

বিজ্ঞতার সঙ্গে আমোদপ্রমোদ বাছাই করুন

বিজ্ঞতার সঙ্গে আমোদপ্রমোদ বাছাই করুন

কেন আমাদের বিজ্ঞতার সঙ্গে আমোদপ্রমোদ বাছাই করতে হবে? কারণ আমরা যখন কোনো সিনেমা, গান, ওয়েবসাইট, বই অথবা ভিডিও গেম বাছাই করি, তখন আমরা আসলে বাছাই করি যে, আমাদের মনকে কোন বিষয়গুলো দিয়ে পূর্ণ করব। আমাদের বাছাই আমাদের আচরণকে প্রভাবিত করে। দুঃখের বিষয় হল, বর্তমানে বেশিরভাগ আমোদপ্রমোদ সেই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে, যেগুলোকে যিহোবা ঘৃণা করেন। (গীত ১১:৫; গালা ৫:১৯-২১) এইজন্যই বাইবেল আমাদের সেই বিষয়গুলো আলোচনা বা বিবেচনা করতে বলে, যেগুলো যিহোবাকে সমাদর প্রদান করে।—ফিলি ৪:৮.

আমি কোন ধরনের আমোদপ্রমোদ বাছাই করব? শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • প্রাচীন রোমের গ্ল্যাডিয়েটরদের খেলাগুলোর সঙ্গে আধুনিক দিনের কিছু কিছু আমোদপ্রমোদের কোন মিল রয়েছে?

  • কীভাবে মণ্ডলীর সদস্যরা অল্পবয়সিদের বিজ্ঞতার সঙ্গে আমোদপ্রমোদ বাছাই করার জন্য সাহায্য করতে পারে?

  • আমোদপ্রমোদ বাছাই করার সময় কীভাবে আমাদের রোমীয় ১২:৯ পদের নির্দেশনা কাজে লাগানো উচিত?

  • আপনার এলাকায় আপনি যে-সমস্ত গঠনমূলক আমোদপ্রমোদ উপভোগ করতে পারেন, সেগুলোর কয়েকটা কী?