সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গালাতীয় ৪-৬

এক “রূপক” ঘটনা, যেটা আমাদের জন্য অর্থ রাখে

এক “রূপক” ঘটনা, যেটা আমাদের জন্য অর্থ রাখে

৪:২৪-৩১

নতুন চুক্তি যে ব্যবস্থা চুক্তির চেয়েও শ্রেষ্ঠ, সেটার উদাহরণ দেওয়ার জন্য প্রেরিত পৌল এই “রূপক” ঘটনা ব্যবহার করেছিলেন। খ্রিস্ট ও তাঁর সহদায়াদদের প্রেমময় তত্ত্বাবধানে সমস্ত মানবজাতির পাপ, অসিদ্ধতা, দুঃখকষ্ট ও মৃত্যু থেকে স্বাধীনতা লাভ করার আশা রয়েছে।—যিশা ২৫:৮, ৯.

 

দাসী হাগার

ব্যবস্থা চুক্তির অধীনে থাকা আক্ষরিক ইস্রায়েল, যেটার রাজধানী ছিল যিরূশালেম

স্বাধীনা সারা

ঊর্ধ্বস্থ যিরূশালেম অর্থাৎ ঈশ্বরের সংগঠনের স্বর্গীয় অংশ

হাগারের ‘সন্তানগণ’

যিহুদিরা (যারা ব্যবস্থা চুক্তির দ্বারা যিহোবার সঙ্গে আবদ্ধ ছিল) যিশুকে তাড়না করেছিল এবং তাঁকে প্রত্যাখ্যান করেছিল

সারার ‘সন্তানগণ’

খ্রিস্ট এবং পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত ১,৪৪,০০০ জন খ্রিস্টান

ব্যবস্থা চুক্তির অধীনে দাসত্ব

ব্যবস্থা জন্মগত ইস্রায়েলীয়দের মনে করিয়ে দিয়েছিল যে, তারা পাপের দাস

নতুন চুক্তি স্বাধীন করে

ইস্রায়েলীয়রা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবস্থা পালন করতে পারেনি, তাই সেটা দেখিয়েছিল, তারা পাপী। কিন্তু, খ্রিস্টের বলিদান তাদের পক্ষে পাপ থেকে মুক্ত হওয়া সম্ভবপর করে তুলেছিল