জুন ২২-২৮
যাত্রাপুস্তক ১-৩
গান ২৩ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আমি যা হতে চাই, তা-ই হব”: (১০ মিনিট)
[যাত্রাপুস্তক বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
যাত্রা ৩:১৩—মোশি যিহোবা নামের অর্থ ও এই নাম যে-ব্যক্তিকে প্রতিনিধিত্ব করে, তাঁর সম্বন্ধে আরও জানতে চেয়েছিলেন (প্রহরীদুর্গ ১৩ ৩/১৫ ২৫ অনু. ৪)
যাত্রা ৩:১৪, NW—যিহোবা তাঁর উদ্দেশ্য সম্পাদন করার জন্য যা হতে চান, তা-ই হতে পারেন (ঈশ্বরের রাজ্য শাসন করছে! ৪৩, বাক্স, ইংরেজি)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (১০ মিনিট)
যাত্রা ২:১০—কেন এটা বিশ্বাস করা যুক্তিযুক্ত যে, ফরৌণের মেয়ে মোশিকে দত্তক নিয়েছিলেন? (সজাগ হোন! ০৪ ৪/৮ ৬ অনু. ৫, ইংরেজি)
যাত্রা ৩:১—যিথ্রো কী ধরনের যাজক ছিলেন? (প্রহরীদুর্গ ০৪ ৩/১৫ ২৪ অনু. ৪)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা ঈশ্বর সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যাত্রা ২:১১-২৫ (শিক্ষা দেওয়া পাঠ ১১)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। আপনার এলাকায় সাধারণত আপত্তি জানানো হয় এমন কোনো বিষয় উত্থাপিত হলে কীভাবে কথা বলা যায়, তা তুলে ধরুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৬)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। এরপর গৃহকর্তার আগ্রহের উপর ভিত্তি করে সাম্প্রতিক কোনো পত্রিকা তার কাছে অর্পণ করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১২)
বক্তৃতা: (৫ মিনিট বা এর চেয়ে কম) প্রহরীদুর্গ ০২ ৬/১৫ ১০-১১ অনু. ১-৪—মূলভাব: মিশরের সমস্ত ধন অপেক্ষা মহাধন। (শিক্ষা দেওয়া পাঠ ১৩)
খ্রিস্টীয় জীবনযাপন
যিহোবার বন্ধু হও—যিহোবার নাম: (৬ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর যদি সম্ভব হয়, তা হলে নির্বাচিত কয়েক জন অল্পবয়সি ছেলে-মেয়েকে মঞ্চে আমন্ত্রণ জানান এবং তাদের জিজ্ঞেস করুন: যিহোবা নামের অর্থ কী? যিহোবা কী সৃষ্টি করেছেন? কীভাবে যিহোবা তোমাকে সাহায্য করতে পারেন?
স্ক্যান্ডিনেভিয়ায় ঈশ্বরের নামকে উচ্চীকৃত করা হয়: (৯ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর শ্রোতাদের জিজ্ঞেস করুন: কেন ১৫০০ সালের আগে কেবলমাত্র কিছু জন ব্যক্তি ঈশ্বরের নাম জানত? স্ক্যান্ডিনেভিয়ায় কীভাবে লোকেরা আবারও ঈশ্বরের নাম ব্যবহার করতে শুরু করে? কেন আপনি পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ-এর (ইংরেজি) জন্য কৃতজ্ঞ?
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ৮২
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
গান ৩৮ এবং প্রার্থনা