যাত্রাপুস্তক ১-৩
ঈশ্বরের বাক্যের গুপ্তধন |“আমি যা হতে চাই, তা-ই হব”
৩:১৩, ১৪
যিহোবা মোশির কাছে নিজের সম্বন্ধে খুবই বিশেষ কিছু জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাঁর উদ্দেশ্য সম্পাদন করার জন্য তিনি যা হতে চান, তা-ই হতে পারেন। কিন্তু, তা করার সময় তিনি তাঁর ধার্মিক মানগুলোর সঙ্গে কখনো আপোশ করেন না। যেমন কোনো বাবা-মা, নিজের সন্তানদের যত্ন নেওয়ার জন্য বিভিন্ন কাজ করেন, ঠিক একইভাবে যিহোবাও তাঁর সন্তানদের যত্ন নেওয়ার জন্য যা হতে চান, তা-ই হতে পারেন।
আমার প্রয়োজনের সময় যিহোবা আমার জন্য কোন ভূমিকা পালন করেছিলেন?