সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

যেভাবে কথোপকথনের নমুনা ব্যবহার করা যায়

যেভাবে কথোপকথনের নমুনা ব্যবহার করা যায়

২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র প্রচ্ছদে কথোপকথনের নমুনা তুলে ধরা হচ্ছে। কীভাবে আমরা তা ব্যবহার করতে পারি?

ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত কার্যভার তুলে ধরার সময়: আপনার কথোপকথনের নমুনা-য় দেওয়া প্রশ্ন, শাস্ত্রপদ ও পরের সাক্ষাতের জন্য সম্পর্কযুক্ত আরেকটা প্রশ্ন ব্যবহার করা উচিত। কিন্তু, এর অর্থ এই নয় যে, কথোপকথনের নমুনা-র ভিডিওতে যা-কিছু দেখানো হয়েছে, আপনি সেগুলো হুবহু ব্যবহার করবেন। আপনি চাইলে অন্য কোনো সেটিং, ভূমিকা কিংবা অন্য কোনো যুক্তি তুলে ধরতে পারেন। এ ছাড়া, আপনি হয়তো আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে কোনো প্রকাশনা অর্পণ করতে পারেন, এমনকী যদিও তা করার জন্য উল্লেখ করা নাও থাকে।

পরিচর্যায়: কথোপকথনের নমুনা-য় প্রচার করার জন্য যে-উপায়গুলো তুলে ধরা হয়, সেগুলো শুধুমাত্র একটা ধারণা। যদি একজন ব্যক্তি আগ্রহ দেখান এবং আরও জানতে চান, তা হলে পুনর্সাক্ষাতে দেওয়া নির্দেশনা ব্যবহার করে আপনি হয়তো সেই ব্যক্তির সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে পারেন। আপনি হয়তো কথোপকথনের নমুনা-য় কিছু রদবদল করতে পারেন কিংবা অন্য কোনো শাস্ত্রপদ ব্যবহার করতে পারেন। গত মাসের উপস্থাপনায় দেওয়া নির্দেশনা ও শাস্ত্রপদ আপনার এলাকার লোকেদের জন্য বেশি কার্যকরী হতে পারে। কিংবা হতে পারে লোকেরা সাম্প্রতিক কোনো ঘটনার বিষয়ে কথা বলতে চায়। আপনি এই সমস্ত তথ্য আপনার উপস্থাপনায় আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু, আপনার লক্ষ্য হওয়া উচিত ‘সকলই সুসমাচারের জন্য করা, যেন তাহার সহভাগী হইতে’ পারেন।—১করি ৯:২২, ২৩.