জুন ৮-১৪
আদিপুস্তক ৪৬-৪৭
গান ২০ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“দুর্ভিক্ষ থেকে মুক্তি”: (১০ মিনিট)
আদি ৪৭:১৩—মিশর ও কনানে ভয়াবহ দুর্ভিক্ষ হয় (প্রহরীদুর্গ ৮৭ ৫/১ ১৫ অনু. ২, ইংরেজি)
আদি ৪৭:১৬, ১৯, ২০—নিজেদের জীবন রক্ষা করার জন্য মিশরীয়দের কিছু ত্যাগ করতে হত
আদি ৪৭:২৩-২৫—বর্তমানে আমাদের কাছে থাকা প্রচুর আধ্যাত্মিক খাদ্য থেকে উপকার লাভ করার জন্য প্রচেষ্টার প্রয়োজন (ঈশ্বরের রাজ্য শাসন করছে! ২৩৪-২৩৫ অনু. ১১-১২, ইংরেজি)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (১০ মিনিট)
আদি ৪৬:৪—যিহোবা যখন বলেছিলেন, যোষেফ যাকোবের চোখের উপর ‘হস্তার্পণ করিবেন,’ তখন তিনি আসলে কী বোঝাতে চেয়েছিলেন? (অন্তর্দৃষ্টি-১ ২২০ অনু. ১, ইংরেজি)
আদি ৪৬:২৬, ২৭—যাকোবের পরিবারের সদস্যদের মধ্যে কত জন মিশরে প্রবেশ করেছিল? (“মোট ৭৫ জন,” nwtsty স্টাডি নোট—প্রেরিত ৭:১৪)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা ঈশ্বর সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) আদি ৪৭:১-১৭ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাতের ভিডিও: (৪ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: কীভাবে প্রকাশক কার্যকরীভাবে প্রশ্ন ব্যবহার করলেন? কীভাবে তিনি শাস্ত্রপদের প্রয়োগ স্পষ্ট করলেন?
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে একটা প্রকাশনা অর্পণ করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৩)
প্রথম সাক্ষাৎ: (৫ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। এরপর বাইবেল শিক্ষা দেয় বই অর্পণ করুন আর অধ্যায় ৯ থেকে বাইবেল অধ্যয়ন শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৪)
খ্রিস্টীয় জীবনযাপন
যিহোবার অনুস্মারকগুলোতে মনোযোগ দিয়ে চলুন: (১৫ মিনিট) যিহোবার অনুস্মারকগুলোকে মূল্যবান হিসেবে গণ্য করুন শিরোনামের ভিডিওটা দেখান। সবাইকে প্রতিদিন বাইবেল পড়তে এবং যিহোবা আমাদের জন্য যে-সমস্ত আধ্যাত্মিক খাদ্য জোগাচ্ছেন, সেগুলো ক্রমাগত গ্রহণ করতে উৎসাহিত করুন।—যিশা ২৫:৬; ৫৫:১; ৬৫:১৩; মথি ২৪:৪৫.
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ৮০
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
গান ৩১ এবং প্রার্থনা