আগস্ট ২১-২৭
নহিমিয় ১০–১১
গান ৩৭ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“তারা যিহোবার জন্য ত্যাগস্বীকার করেছিল”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
নহি ১০:৩৪—কেন লোকদের কাঠ নিয়ে আসার প্রয়োজন হয়েছিল? (প্রহরীদুর্গ ০৬ ২/১ ১১ অনু. ১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) নহি ১০:২৮-৩৯ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। সেই ব্যক্তিকে একটা সভায় আসার জন্য আমন্ত্রণ জানান এবং কিংডম হলে কী হয়? শিরোনামের ভিডিও সম্বন্ধে বলুন এবং আলোচনা করুন (ভিডিও দেখানোর প্রয়োজন নেই)। (শিক্ষা দেওয়া পাঠ ১)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার দিন এবং “এই ব্রোশার থেকে যেভাবে আপনি সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারেন” অংশ নিয়ে সংক্ষেপে আলোচনা করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৪)
বক্তৃতা: (৫ মিনিট) প্রহরীদুর্গ ১১ ২/১৫ ১৫-১৬ অনু. ১২-১৫—মূলভাব: বর্তমানে যে-বলিদান ঈশ্বরকে খুশি করে। (শিক্ষা দেওয়া পাঠ ২০)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“নতুন পরিচর্যা বছরের জন্য আপনার লক্ষ কী?”: (১০ মিনিট) আলোচনা।
“সেপ্টেম্বর মাসে লোকদের কাছে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে জানানোর বিশেষ অভিযান!”: (৫ মিনিট) পরিচর্যা অধ্যক্ষ বক্তৃতা দেবেন। বিশেষ অভিযানের প্রতি আগ্রহ জাগিয়ে তুলুন এবং স্থানীয় ব্যবস্থা সম্বন্ধে তুলে ধরুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৫৫ বিষয় ১-৪
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ২ এবং প্রার্থনা