খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
নতুন পরিচর্যা বছরে জন্য আপনার লক্ষ্য কী?
ঈশ্বরের উপাসনা করতে গিয়ে আমরা যেকোনো লক্ষ্য স্থাপন করতে পারি আর তা অর্জন করার জন্য প্রচেষ্টার প্রয়োজন। তবে, এতে আমরা আরও বেশি করে যিহোবার সেবা করতে পারি এবং তাঁকে খুশি করতে পারি। এই লক্ষ্যগুলো আমাদের আরও অভিজ্ঞ খ্রিস্টান হয়ে উঠতে সাহায্য করে আর এতে আমরা যে-সময় ও শক্তি খরচ করি, তা সার্থক হয়। (১তীম ৪:১৫) কেন আমাদের নিয়মিতভাবে আমাদের লক্ষ্যগুলো পরীক্ষা করে দেখা উচিত? কারণ পরিস্থিতি ক্রমাগত পরিবর্তন হয়। আগে যে-লক্ষ্য স্থাপন করা হয়েছিল, সেটা হয়তো এখন আর অর্জন করা সম্ভব নয় অথবা আমরা হয়তো সেই লক্ষ্য অর্জন করেছি আর তাই নতুন লক্ষ্য স্থাপন করতে হবে।
একটা নতুন পরিচর্যা বছর শুরু হওয়ার আগে লক্ষ্যগুলো নিয়ে পরীক্ষা করার সবচেয়ে ভালো সময়। আপনি কি পারিবারিক উপাসনার সময় বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন এবং ব্যক্তিগত ও পরিবারগতভাবে কিছু লক্ষ্য স্থাপন করতে পারেন?
নীচে দেওয়া বিষয়গুলোর মধ্যে কোনগুলো আপনার লক্ষ্য আর সেগুলোতে পৌঁছানোর জন্য আপনি কোন বিষয়গুলো করবেন বলে পরিকল্পনা করেছেন?
বাইবেল পড়া, ব্যক্তিগত অধ্যয়ন করা, সভাতে যোগ দেওয়া, মন্তব্য করা।—প্রহরীদুর্গ ০২ ৬/১৫ ১৪-১৫ অনু. ১৪-১৫
প্রচার কাজে অংশ নেওয়া।—প্রহরীদুর্গ ২৩.০৫ ২৭ অনু. ৪-৫
খ্রিস্টান হিসেবে বিভিন্ন গুণ গড়ে তোলা।—প্রহরীদুর্গ ২২.০৪ ২৩ অনু. ৫-৬
অন্যান্য: