সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

বন্ধু বাছাই করার সময় যিহোবার প্রতি অনুগত থাকুন

বন্ধু বাছাই করার সময় যিহোবার প্রতি অনুগত থাকুন

অম্মোনীয় ও মোয়াবীয়েরা আগে ঈশ্বরের লোকদের বিরোধিতা করেছিল বলে তারা “মণ্ডলীর অংশ” হতে পারেনি (নহি ১৩:১, ২; অন্তর্দৃষ্টি-১ ৯৫ অনু. ৫, ইংরেজি)

মহাযাজক ইলীয়াশীব একজন অম্মোনীয়কে মন্দিরের একটা বড়ো কক্ষ ব্যবহার করতে দিয়েছিলেন (নহি ১৩:৪, ৫; প্রহরীদুর্গ ১৩ ৮/১৫ ৪ অনু. ৫-৬)

ঈশ্বরের শত্রুর সঙ্গে ইলীয়াশীবের সমস্ত কিছু শেষ করে দেওয়ার মাধ্যমে নহিমিয় যিহোবার প্রতি অনুগত মনোভাব দেখিয়েছিলেন (নহি ১৩:৭-৯)

আমরা যদি এমন ব্যক্তিদের বন্ধু হিসেবে বেছে নিই, যারা যিহোবাকে ভালোবাসে না, তা হলে আমরা কি যিহোবার প্রতি অনুগত মনোভাব দেখাচ্ছি?—প্রহরীদুর্গ ৯৬ ৩/১৫ ১৬ অনু. ৬.

নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি যাদের বন্ধুবান্ধব হিসেবে বাছাই করি, সেই বিষয়ে যিহোবা কেমন মনে করেন?’