আগস্ট ৭-১৩
নহিমিয় ৫–৭
গান ১৭ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“নহিমিয় সেবা পেতে নয়, বরং সেবা করতে চেয়েছিলেন”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
নহি ৬:১৩—নহিমিয় যদি মন্দিরের ভিতরে গিয়ে লুকাতেন, তা হলে কেন সেটা তার জন্য পাপ হত? (প্রহরীদুর্গ ০৭ ৭/১ ৩০ অনু. ১৫)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) নহি ৫:১-১৩ (শিক্ষা দেওয়া পাঠ ২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। কেন বাইবেল অধ্যয়ন করবেন? শিরোনামের ভিডিও সম্বন্ধে বলুন এবং আলোচনা করুন (ভিডিও দেখানোর প্রয়োজন নেই)। (শিক্ষা দেওয়া পাঠ ৯)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার দিন। (শিক্ষা দেওয়া পাঠ ৬)
বক্তৃতা: (৫ মিনিট) প্রহরীদুর্গ ১৩ ৫/১৫ ৭ অনু. ১৭-১৯—মূলভাব: সফল সুসমাচার প্রচারকেরা একজন আরেকজনকে সাহায্য করে। (শিক্ষা দেওয়া পাঠ ২০)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“আমাদের সেবা করার জন্য তারা কঠোর পরিশ্রম করে থাকে”: (১৫ মিনিট) আলোচনা এবং ভিডিও।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৫৩
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৬৯ এবং প্রার্থনা