সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

নহিমিয় সেবা পেতে নয়, বরং সেবা করতে চেয়েছিলেন

নহিমিয় সেবা পেতে নয়, বরং সেবা করতে চেয়েছিলেন

নহিমিয় নিজের স্বার্থে তার ক্ষমতা ব্যবহার করেননি (নহি ৫:১৪, ১৫, ১৭, ১৮; প্রহরীদুর্গ ০২ ১১/১ ২৭ অনু. ৪)

নহিমিয় কেবল কাজের দেখাশোনা করেননি; তিনি নিজেও কাজ করেছিলেন (নহি ৫:১৬; প্রহরীদুর্গ ১৬.০৯ ৬ অনু. ১৬)

নহিমিয় লোকদের প্রতি প্রেম দেখিয়ে কাজ করেছিলেন আর তাই তিনি যিহোবার কাছে বিনতি করেছিলেন যেন তিনি তা মনে রাখেন (নহি ৫:১৯; প্রহরীদুর্গ ০০ ২/১ ৩২)

যদিও নহিমিয় রাজ্যপাল ছিলেন, তবে তিনি বিশেষ আচরণ আশা করেননি। তিনি সেই ব্যক্তিদের জন্য উত্তম উদাহরণ স্থাপন করেছেন, মণ্ডলীতে যাদের বিশেষ কার্যভার ও দায়িত্ব রয়েছে।

নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি কি, অন্যেরা আমার জন্য কী করতে পারে সেটার চেয়ে বরং অন্যদের জন্য আমি কী করতে পারি, সেটার প্রতি আগ্রহী?’