ঈশ্বরের বাক্যের গুপ্তধন
ইষ্রার কাজ যিহোবার জন্য সম্মান নিয়ে এসেছিল
ইষ্রা ঈশ্বরের বাক্য থেকে উৎসাহ লাভ করে সেই অনুযায়ী কাজ করেছিলেন (ইষ্রা ৭:১০; প্রহরীদুর্গ ০০ ১০/১ ১৪ অনু. ৮)
ইষ্রার মাধ্যমে অন্যেরা ঈশ্বরের প্রজ্ঞা বুঝতে পেরেছিল (ইষ্রা ৭:২৫; প্রত্যেক শাস্ত্রলিপি ৭৫ অনু. ৫, ইংরেজি)
ইষ্রা যেহেতু ঈশ্বরের সামনে নিজেকে নত করেছিলেন, তাই তিনি এই বিষয়ে নিশ্চিত ছিলেন যে, যিহোবা তাকে পরিচালনা দেবেন এবং তাকে সুরক্ষা জোগাবেন (ইষ্রা ৮:২১-২৩; প্রহরীদুর্গ ৯২ ৬/১ ৩০)
ইষ্রা ঈশ্বরের প্রজ্ঞা অনুযায়ী কাজ করেছিলেন বলে রাজা তাকে আস্থা সহকারে বড়ো বড়ো দায়িত্ব দিয়েছিলেন। ইষ্রার মতো আমরা আমাদের কাজের মাধ্যমে যিহোবার জন্য সম্মান নিয়ে আসতে পারি।
নিজেকে জিজ্ঞেস করুন, ‘জগতের লোকেরা কি দেখতে পায় যে, আমি ঈশ্বরের মান অনুযায়ী জীবনযাপন করছি আর তা দেখে কি তারা আমাকে সম্মান করে?’