জুলাই ২৪-৩০
নহিমিয় ১–২
গান ৪১ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
‘আমি তখনই প্রার্থনা করলাম’: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
নহি ২:৪—নহিমিয় কি এই প্রথম এই বিষয়ে প্রার্থনা করেছিলেন আর এটা থেকে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ ১৩ ১১/১৫ ৫-৬ অনু. ১২-১৩)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) নহি ২:১১-২০ (শিক্ষা দেওয়া পাঠ ২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। সেই ব্যক্তিকে আমাদের ওয়েবসাইট সম্বন্ধে বলুন এবং jw.org কনট্যাক্ট কার্ড দিন। (শিক্ষা দেওয়া পাঠ ১৬)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। আমাদের শিক্ষাদানের প্রকাশনা বাক্স থেকে একটা প্রকাশনা দিন। (শিক্ষা দেওয়া পাঠ ৩)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ১১ গভীরভাবে গবেষণা করুন ভূমিকা এবং বিষয় ৪ (শিক্ষা দেওয়া পাঠ ১১)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
যিহোবার বন্ধু হও—যিহোবা কি আমাদের প্রার্থনার উত্তর দেন?: (১৫ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন, এই ভিডিও প্রার্থনা সম্বন্ধে আমাদের কী শেখায়?
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৫১
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ১১৭ এবং প্রার্থনা