জুলাই ৩১–আগস্ট ৬
নহিমিয় ৩–৪
গান ১৪৩ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আপনি কি শারীরিক পরিশ্রম করাকে ছোটো বলে মনে করেন?”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
নহি ৪:১৭, ১৮—কীভাবে একজন ব্যক্তি কেবল এক হাতে পুনরায় নির্মাণ করার কাজ করতে পেরেছিল? (প্রহরীদুর্গ ০৬ ২/১ ৯ অনু. ১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) নহি ৩:১৫-২৪ (শিক্ষা দেওয়া পাঠ ২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। যদি কেউ বলে, “আমি ব্যস্ত,” “আমার নিজের ধর্ম রয়েছে,” “আমি এখন কাজে যাচ্ছি” অথবা এই ধরনের কোনো কথা বলে, তখন আপনি কী বলতে পারেন, তা দেখান। (শিক্ষা দেওয়া পাঠ ৩)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশারের পিছনের পৃষ্ঠা থেকে আলোচনা করুন এবং সেই ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন। (শিক্ষা দেওয়া পাঠ ১২)
বক্তৃতা: (৫ মিনিট) রাজ্যের পরিচর্যা ১১/১২ ১—মূলভাব: আপনার পরিশ্রমের মধ্যে সুখ ভোগ করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১০)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
যিহোবার সাক্ষিদের সঙ্গে কাজ করা: (৮ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন: কাজের সময় আমাদের আচরণ কীভাবে সাক্ষ্য দিতে পারে, সেই বিষয়ে এই ভিডিও থেকে আমরা কী শিখতে পারি?
স্থানীয় প্রয়োজন: (৭ মিনিট)
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৫২
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ১২৭ এবং প্রার্থনা