সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

আপনি কি শারীরিক পরিশ্রম করাকে ছোটো বলে মনে করেন?

আপনি কি শারীরিক পরিশ্রম করাকে ছোটো বলে মনে করেন?

মহাযাজক এবং তার ভাইয়েরা জেরুসালেমের প্রাচীর পুনরায় নির্মাণের কাজে সাহায্য করাকে ছোটো বলে মনে করেনি (নহি ৩:১)

কয়েক জন বিশিষ্ট ব্যক্তি মেরামত কাজে সাহায্য করার জন্য কারো “অধীনে থেকে কাজ করতে রাজি” হননি (নহি ৩:৫; প্রহরীদুর্গ ০৬ ২/১ ১০ অনু. ১)

বিশ্বস্ত নারীরা ইচ্ছুক মনে এই কঠিন ও বিপদজনক কাজে কঠোর পরিশ্রম করেছিল (নহি ৩:১২; প্রহরীদুর্গ ১৯.১০ ২৩ অনু. ১১)

মণ্ডলীতে এমন অনেক কাজ রয়েছে, যেগুলোর জন্য শারীরিক পরিশ্রম করতে হয় এবং যেগুলোকে অন্যেরা ছোটো বলে মনে করে আর সেগুলো হয়তো কেউ দেখতে পায় না।—প্রহরীদুর্গ ০৪ ৮/১ ১৮ অনু. ১৬.

নিজেকে জিজ্ঞেস করুন, ‘সুসমাচারের জন্য এই ধরনের কাজ করার ব্যাপারে আমার মনোভাব কেমন?’—১করি ৯:২৩.