জুলাই ৩-৯
ইষ্রা ৪–৬
গান ১৪৮ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“কাজে বাধা দিয়ো না”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
ইষ্রা ৪:১-৩—ফিরে আসা যিহুদিরা তাদের শত্রুদের যেভাবে উত্তর দিয়েছিল, তা থেকে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ ০৬ ১/১৫ ১৯ অনু. ৩)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ইষ্রা ৪:৮-২৪ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) আলোচনা। প্রথম সাক্ষাৎ: দুঃখকষ্ট—যাকোব ১:১৩ শিরোনামের ভিডিওটা দেখান। প্রতি বার যখন ভিডিও থামানো হয়, তখন ভিডিওতে দেওয়া প্রশ্ন শ্রোতাদের জিজ্ঞেস করুন।
প্রথম সাক্ষাৎ: (৪ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। সেই ব্যক্তিকে আমাদের ওয়েবসাইট সম্বন্ধে বলুন এবং jw.org কনট্যাক্ট কার্ড দিন। (শিক্ষা দেওয়া পাঠ ১)
প্রথম সাক্ষাৎ: (৪ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। সেই ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার ব্যবস্থা সম্বন্ধে বলুন এবং তাকে বাইবেল অধ্যয়নের কনট্যাক্ট কার্ড দিন। (শিক্ষা দেওয়া পাঠ ৯)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“সুসমাচারের ‘পক্ষসমর্থন করার আর তা প্রচার করার বৈধ অধিকার’”: (১৫ মিনিট) আলোচনা এবং ভিডিও।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৪৯ বিষয় ৬ এবং সারাংশ, পুনরালোচনা ও লক্ষ্য
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ১৩০ এবং প্রার্থনা