ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“কাজে বাধা দিয়ো না”
মহাযাজক যেশূয় (যিহোশূয়) এবং অধ্যক্ষ সরুব্বাবিল নিষেধাজ্ঞা সত্ত্বেও মন্দির পুনরায় নির্মাণ করার কাজে নেতৃত্ব নিয়েছিলেন (ইষ্রা ৫:১, ২; প্রহরীদুর্গ ২২.০৩ ১৭ অনু. ১৩)
বিরোধীরা যখন জিজ্ঞেস করেছিল কার আদেশে তারা এই কাজ করছে, তখন যিহুদিরা বলেছিল, রাজা কোরসের আদেশ অনুসারে তারা তা করছে (ইষ্রা ৫:৩, ১৭; প্রহরীদুর্গ ০৬ ১/১৫ ১৭ অনু. ৪)
রাজা পূর্বে করা আদেশ জারি করেছিলেন এবং বিরোধীদের আদেশ দিয়েছিলেন যেন তারা কাজে বাধা না দেয় (ইষ্রা ৬:৭, ৮; প্রহরীদুর্গ ২২.০৩ ১৫ অনু. ৭)
ধ্যানের জন্য: যিহোবা যাদের নেতৃত্ব নেওয়ার জন্য নিযুক্ত করেছেন, তাদের কাছ থেকে আমরা যখন কোনো নির্দেশনা পাই এবং তা পুরোপুরি বুঝতে পারি না, তখন বাইবেলের এই বিবরণ কীভাবে আমাদের নির্দেশনা অনুসরণ করতে সাহায্য করে?—প্রহরীদুর্গ ২২.০৩ ১৮ অনু. ১৬.