সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

আমাদের পক্ষে সাহসী হওয়া সম্ভব

আমাদের পক্ষে সাহসী হওয়া সম্ভব

একজন সাহসী ব্যক্তি সাধারণত দৃঢ় ও নির্ভীক হয়ে থাকেন। এর অর্থ এই নয়, তিনি কখনো ভয় পান না। বরং এর অর্থ, বিভিন্ন ভয় থাকা সত্ত্বেও তিনি পদক্ষেপ নেন। আমরা যিহোবার কাছ থেকে প্রকৃত সাহস লাভ করতে পারি। (গীত ২৮:৭) কীভাবে তরুণ-তরুণীরা সাহস দেখাতে পারে?

ভীতু ব্যক্তিদের নয় বরং সাহসী ব্যক্তিদের অনুকরণ করুন! নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • তরুণ-তরুণীরা এমন কোন পরিস্থিতিগুলোর মুখে পড়ে, যেখানে সাহসের প্রয়োজন হয়?

  • বাইবেলের কোন ঘটনাগুলো সাহসী হতে সাহায্য করে?

  • সাহস দেখানোর মাধ্যমে কীভাবে আমরা নিজেরা উপকার লাভ করি এবং সেইসঙ্গে যারা আমাদের লক্ষ করে, তারা উপকার লাভ করে?