ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন | পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন
হৃদয়ে পৌঁছান
ঈশ্বরের প্রতি বাধ্যতা হৃদয় থেকে আসে। (হিতো ৩:১) তাই, আমরা যখন শিক্ষা দিই, তখন অবশ্যই আমাদের শ্রোতাদের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করতে হবে। কীভাবে?
আপনার ছাত্রকে বাইবেলের সত্য সম্বন্ধে কেবল শিক্ষাই দেবেন না কিন্তু সেইসঙ্গে সেই সত্য কীভাবে তার জীবনের উপর এবং যিহোবার সঙ্গে তার সম্পর্কের উপর প্রভাব ফেলে, সেটা বুঝতেও সাহায্য করুন। বাইবেলের মানগুলোর মধ্যে কীভাবে ঈশ্বরের প্রেম, মঙ্গলভাব ও ন্যায্যতা প্রকাশ পায়, তা তাকে উপলব্ধি করতে সাহায্য করুন। ছাত্রকে কৌশলতার সঙ্গে বিভিন্ন প্রশ্ন করুন, যাতে তিনি বাইবেলের শিক্ষার প্রতি তার মনোভাব পরীক্ষা করতে পারেন। কোনো ভুল মনোভাব অথবা অভ্যাস পরিবর্তন করলে তার কী উপকার হবে, সেটা নিয়ে যুক্তি করতে সাহায্য করুন। যিহোবার প্রতি আপনার ছাত্রের আন্তরিক ভালোবাসা দেখে আপনার আনন্দ আরও বৃদ্ধি পাবে।
শিষ্য তৈরির কাজে আনন্দ লাভ করুন—নিজের দক্ষতা বাড়ান—হৃদয়ে পৌঁছিয়ে নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
নিটা কেন জেডকে জিজ্ঞেস করেছে: “তুমি কি বিষয়টা নিয়ে চিন্তা করেছিলে?”
-
নিটা কীভাবে জেডকে এটা বুঝতে সাহায্য করেছে যে, বাইবেলের মানগুলো তার প্রতি যিহোবার প্রেমকে প্রকাশ করে?
-
জেড যেভাবে ঈশ্বরের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে পারে, তা নিটা কীভাবে জেডকে বুঝতে সাহায্য করেছে?