সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

কীভাবে ব্যবস্থায় দরিদ্রদের প্রতি যিহোবার চিন্তা প্রকাশ পায়?

কীভাবে ব্যবস্থায় দরিদ্রদের প্রতি যিহোবার চিন্তা প্রকাশ পায়?

দরিদ্রেরা এবং যাদের কোনো উত্তরাধিকার ছিল না, তারা ইজরায়েল জাতির কাছ থেকে সাহায্য লাভ করত (দ্বিতীয় ১৪:২৮, ২৯; অন্তর্দৃষ্টি-২ ১১১০ অনু. ৩, ইংরেজি)

যে-ইজরায়েলীয়েরা ঋণ করত, তারা বিশ্রাম বছরে তাদের ঋণ থেকে “ক্ষমা” লাভ করত (দ্বিতীয় ১৫:১-৩; অন্তর্দৃষ্টি-২ ৮৩৩, ইংরেজি)

যে-ইজরায়েলীয় নিজেকে দাস হিসেবে বিক্রি করতেন, তিনি সপ্তম বছরে মুক্ত হতেন এবং তার প্রভু তাকে উপহার দিতেন (দ্বিতীয় ১৫:১২-১৪; অন্তর্দৃষ্টি-২ ৯৭৮ অনু. ৬, ইংরেজি)

নিজেকে জিজ্ঞেস করুন, ‘কোন কোন উপায়ে আমি অভাবী খ্রিস্টানদের প্রতি চিন্তা দেখাতে পারি?’