আগস্ট ১-৭
১ রাজাবলি ১-২
গান ৩৭ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আপনি কি আপনার ভুলগুলো থেকে শেখেন?”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
১রাজা ২:৩৭, ৪১-৪৬—শিমিয়ির ভুল থেকে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ ০৫ ৭/১ ৩০ অনু. ১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ১রাজা ১:২৮-৪০ (শিক্ষা দেওয়া পাঠ ২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু অনুযায়ী কথা শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১১)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু অনুযায়ী কথা চালিয়ে যান। শ্রোতাদের বুঝতে সাহায্য করুন, সেই ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বার কথা বলা হয়েছে এবং তিনি প্রকৃত আগ্রহ দেখিয়েছেন। এরপর কিংডম হলে কী হয়? শিরোনামের ভিডিওটার সঙ্গে পরিচয় করিয়ে দিন (ভিডিও দেখানোর প্রয়োজন নেই) এবং সেই ব্যক্তিকে আমাদের সভায় আসার জন্য আমন্ত্রণ জানান। (শিক্ষা দেওয়া পাঠ ২০)
বক্তৃতা: (৫ মিনিট) রাজ্যের পরিচর্যা ১/১৫ ২ অনু. ১-৩—মূলভাব: প্রচার কাজে অভিজ্ঞ এমন ব্যক্তিদের কাছ থেকে শিখুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৩)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“নতুন পরিচর্যা বছরের জন্য লক্ষ্য স্থাপন করুন—রাজ্যের সুসমাচার প্রচারকদের জন্য স্কুল-এ যোগ দেওয়ার জন্য আবেদন করুন”: (৭ মিনিট) আলোচনা। প্রভুর কাজের জন্য আপনার সামনে যে-দরজা খোলা রয়েছে, বিশ্বাস সহকারে সেটাতে প্রবেশ করুন—রাজ্যের সুসমাচার প্রচারকদের স্কুল-এ যোগ দেওয়ার জন্য আবেদন করুন শিরোনামের ভিডিওটা দেখান।
“নতুন পরিচর্যা বছরের জন্য লক্ষ্য স্থাপন করুন—ঈশ্বরের উপাসনার সঙ্গে সম্পর্কযুক্ত নির্মাণ প্রকল্পে সাহায্য করুন”: (৮ মিনিট) আলোচনা। প্রভুর কাজের জন্য আপনার সামনে যে-দরজা খোলা রয়েছে, বিশ্বাস সহকারে সেটাতে প্রবেশ করুন—ঈশ্বরের উপাসনার সঙ্গে সম্পর্কযুক্ত নির্মাণ প্রকল্পে সাহায্য করুন শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ১৪
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ১৬ এবং প্রার্থনা