সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

আপনি কি আপনার ভুলগুলো থেকে শেখেন?

আপনি কি আপনার ভুলগুলো থেকে শেখেন?

[১ রাজাবলি বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]

আদোনিয় রাজা হওয়ার জন্য চক্রান্ত করেছিল, কিন্তু তা সত্ত্বেও তার প্রতি করুণা দেখানো হয়েছিল (১রাজা ১:৫, ৫২, ৫৩; অন্তর্দৃষ্টি-২ ৯৮৭ অনু. ৪, ইংরেজি)

আদোনিয় তার ভুল থেকে শেখেননি আর তাই তাকে এর পরিণতি ভোগ করতে হয়েছিল (১রাজা ২:১৫-১৭, ২২, ২৩; প্রহরীদুর্গ ০৫ ৭/১ ২৮ অনু. ৬)

একজন জ্ঞানী ব্যক্তি তার ভুলগুলো থেকে শেখেন। শুধু তা-ই নয়, তিনি অন্যদের ভুলগুলো থেকেও শিখে থাকেন।—১করি ১০:১১.