সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

দুটো স্তম্ভ থেকে আমরা কী শিখতে পারি?

দুটো স্তম্ভ থেকে আমরা কী শিখতে পারি?

দুটো বিশেষ স্তম্ভ নির্মাণ করা হয়েছিল এবং সেগুলো মন্দিরের বারান্দায় স্থাপন করা হয়েছিল (১রাজা ৭:১৫, ১৬; প্রহরীদুর্গ ১৩ ১২/১ ১৩ অনু. ৩, ইংরেজি)

স্তম্ভগুলোর নাম দেওয়া হয়েছিল আর সেগুলোর অর্থ ছিল (১রাজা ৭:২১; অন্তর্দৃষ্টি-১ ৩৪৮, ইংরেজি)

যতদিন পর্যন্ত যিহোবার লোকেরা তাঁর উপর নির্ভর করেছিল, ততদিন পর্যন্ত তিনি তাদের মন্দির ‘দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার’ জন্য সাহায্য করেছিলেন (১রাজা ৭:২১, পাদ., NW; গীত ১২৭:১)

আমরা যাতে সত্য গ্রহণ করতে পারি, সেইজন্য যিহোবা আমাদের বিভিন্ন বাধা কাটিয়ে উঠতে সাহায্য করেছেন। কিন্তু, ‘বিশ্বাসে দৃঢ় থাকার’ জন্য আমাদের সবসময় তাঁর উপর নির্ভর করতে হবে।—১করি ১৬:১৩.

নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি কীভাবে দেখাই যে, আমি যিহোবার উপর নির্ভর করি?’