আগস্ট ২৯–সেপ্টেম্বর ৪
১ রাজাবলি ৮
গান ৬ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“শলোমন সকলের সামনে নম্রভাবে এবং হৃদয় থেকে প্রার্থনা করেছিলেন”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
১রাজা ৮:২৭—কীভাবে আমরা বলতে পারি, যিহোবা মন্দিরে বাস করেননি? (প্রহরীদুর্গ ০৯ ৬/১৫ ৭ অনু. ৪)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ১রাজা ৮:৩১-৪৩ (শিক্ষা দেওয়া পাঠ ১২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু অনুযায়ী কথা শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু অনুযায়ী কথা চালিয়ে যান। শ্রোতাদের বুঝতে সাহায্য করুন, সেই ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বার কথা বলা হয়েছে এবং তিনি প্রকৃত আগ্রহ দেখিয়েছেন। এরপর চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার দিন এবং বাইবেল অধ্যয়নে কী হয়? শিরোনামের ভিডিওটার সঙ্গে পরিচয় করিয়ে দিন (ভিডিও দেখানোর প্রয়োজন নেই)। (শিক্ষা দেওয়া পাঠ ১৫)
বক্তৃতা: (৫ মিনিট) রাজ্যের পরিচর্যা ৫/১০ ৪—মূলভাব: খ্রিস্টান পরিচারকদের প্রার্থনা করা প্রয়োজন। (শিক্ষা দেওয়া পাঠ ১৪)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“যিহোবা কীভাবে আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন, সেটার প্রতি মনোযোগ দিন”: (১৫ মিনিট) আলোচনা। যিহোবা হলেন “প্রার্থনা-শ্রবণকারী” শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ১৮ বিষয় ১-৫
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৫০ এবং প্রার্থনা