সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিহোবা সবসময় ন্যায়বিচার করেন

যিহোবা সবসময় ন্যায়বিচার করেন

গিবিয়োনীয়দের প্রতি যে-অবিচার করা হয়েছিল, তা যিহোবা ভুলে যাননি (২শমূ ২১:১, ২)

শৌল এবং তার পরিবার-পরিজন যে-রক্তপাত করেছিল, সেটার প্রায়শ্চিত্ত রুপো বা সোনা দিয়ে করা যায়নি (গণনা ৩৫:৩১, ৩৩; ২শমূ ২১:৩, ৪)

ন্যায়বিচার পাওয়ার জন্য শৌলের বংশের সাত জন পুরুষকে হত্যা করা হয়েছিল (২শমূ ২১:৫, ৬; প্রহরীদুর্গ ২২.০৩ ১৩ অনু. ৪, ৭)

আমাদের প্রতি যখন অবিচার করা হয়, তখন কেন আমাদের রোমীয় ১২:১৯-২১ পদের কথাগুলো মনে রাখা উচিত?