খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন | নতুন পরিচর্যা বছরের জন্য লক্ষ্য স্থাপন করুন
যেখানে বেশি প্রয়োজন, সেখানে গিয়ে সেবা করুন
আপনি যদি আরও বেশি করে প্রচার করার জন্য কোনো নতুন জায়গায় যেতে চান, তা হলে আপনার বিশ্বাসের প্রয়োজন রয়েছে। (ইব্রীয় ১১:৮-১০) আপনার যদি এইরকম লক্ষ্য থাকে, তা হলে প্রাচীনদের সঙ্গে কথা বলুন। আপনার লক্ষ্য উপযুক্ত কি না, তা বোঝার জন্য আপনি কী করতে পারেন? এই বিষয়ে আমাদের প্রকাশনায় যা বলা হয়েছে, তা পড়ে দেখুন। যারা অন্য মণ্ডলীতে গিয়ে সেবা করে সফল হয়েছে, তাদের সঙ্গে কথা বলুন। (হিতো ১৫:২২) যিহোবার কাছে নির্দেশনা চেয়ে প্রার্থনা করুন। (যাকোব ১:৫) আপনি যে-জায়গায় যেতে চান, সেই জায়গা সম্বন্ধে খোঁজখবর নিন এবং যদি সম্ভব হয়, সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু দিনের জন্য সেই জায়গা দেখে আসুন।
প্রভুর কাজের জন্য আপনার সামনে যে-দরজা খোলা রয়েছে, বিশ্বাস সহকারে সেটাতে প্রবেশ করুন—যেখানে বেশি প্রয়োজন, সেখানে গিয়ে সেবা করুন নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
গ্যাব্রিয়েলকে কোন কোন বাধা কাটিয়ে উঠতে হয়েছিল আর কী তাকে সাহায্য করেছিল?