সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

যেভাবে কথাবার্তার নমুনা ব্যবহার করা যায়

যেভাবে কথাবার্তার নমুনা ব্যবহার করা যায়

ভাইয়েরা অনেক চিন্তাভাবনা করে কথাবার্তার নমুনা তৈরি করে থাকেন আর অনেক প্রকাশক সেগুলো নিজের এলাকায় ব্যবহার করে ভালো ফল পেয়েছেন। কিন্তু, সমস্ত জায়গার পরিস্থিতি যেহেতু একরকম নয়, তাই প্রকাশকেরা চাইলে তাদের প্রচারের সময় এলাকার লোক অনুযায়ী ভিন্ন উপায় ব্যবহার করতে পারে। বিষয়, প্রশ্ন, শাস্ত্রপদ অথবা পরের সাক্ষাতের জন্য প্রশ্নও পরিবর্তন করতে পারে। অবশ্য, কোনো বিশেষ অভিযানের সময় সবারই একই নির্দেশনা অনুসরণ করা উচিত। আমাদের লক্ষ্য হল, আমরা যেন রাজ্যের সুসমাচার প্রচার করার বিষয়ে যিশুর আজ্ঞা পালন করি।—মথি ২৪:১৪.

ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত কার্যভার তুলে ধরার সময়, প্রকাশকেরা যেন জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র মধ্যে দেওয়া কথাবার্তার নমুনা অনুযায়ী বিষয়বস্তু তুলে ধরে। তবে, তারা তাদের স্থানীয় পরিস্থিতি অনুযায়ী ভিন্ন কোনো প্রশ্ন, শাস্ত্রপদ, পরের সাক্ষাতের জন্য প্রশ্ন অথবা সেটিং ব্যবহার করতে পারে। কিন্তু, কোনো ক্ষেত্রে যদি তা করা না যায়, তা হলে সেটা উল্লেখ করা হবে। আগে আমরা ২০২০ সালের জুন মাসের সভার জন্য অধ্যয়ন পুস্তিকার ৮ পৃষ্ঠায় দেওয়া নির্দেশনা অনুসরণ করেছি। তবে, এখন থেকে এই নির্দেশনা কাজে লাগাব।