সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন | নতুন পরিচর্যা বছরের জন্য লক্ষ্য স্থাপন করুন

অগ্রগামীর কাজ করুন

অগ্রগামীর কাজ করুন

আমরা যদি যিহোবার সেবায় বিভিন্ন লক্ষ্য স্থাপন করি, তা হলে আরও ভালোভাবে আমাদের শক্তিকে কাজে লাগাতে পারব। (১করি ৯:২৬) এই বিধিব্যবস্থা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই এইরকম লক্ষ্য আমাদের বাকি সময়কে আরও ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করবে। (ইফি ৫:১৫, ১৬) পারিবারিক উপাসনার সময় আমরা আগামী পরিচর্যা বছরের জন্য কে কোন লক্ষ্য স্থাপন করতে চাই, তা নিয়ে আলোচনা করতে পারি। এই অধ্যয়ন পুস্তিকার কয়েকটা প্রবন্ধে কিছু লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি প্রার্থনা করে চিন্তা করতে পারেন, আপনার পক্ষে কোন লক্ষ্য স্থাপন করা সম্ভব।—যাকোব ১:৫.

উদাহরণ হিসেবে বলা যায়, আপনার পরিবারের সকলের সহযোগিতায় পরিবারের এক জন হলেও কি নিয়মিত অগ্রগামীর কাজ করতে পারে? আপনি যদি বুঝতে না পারেন, কীভাবে ঘণ্টা পূরণ করবেন, তা হলে এমন অগ্রগামীদের সঙ্গে কথা বলুন, যাদের পরিস্থিতি আপনার মতোই। (হিতো ১৫:২২) আপনি হয়তো পারিবারিক উপাসনার সময়ে কোনো অগ্রগামীর সাক্ষাৎকার নিতে পারেন। এরপর, একটা তালিকা তৈরি করুন। আপনি যদি আগে অগ্রগামীর কাজ করে থাকেন, তা হলে আপনার পরিস্থিতি অনুযায়ী এখন আবার তা করতে পারবেন কি না, তা নিয়ে ভেবে দেখুন।

আপনার পরিবারের কেউ কি এক অথবা কয়েক মাসের জন্য সহায়ক অগ্রগামীর কাজ করতে পারে? আপনার যদি বেশি শক্তি না থাকে, তা হলে আপনি প্রতিদিন অল্প অল্প সময় প্রচার করে সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন। পূর্ণসময়ের চাকরি অথবা স্কুলের কারণে আপনি যদি সপ্তাহের মাঝের দিনগুলোতে বেশি প্রচারে যেতে না পারেন, তা হলে আপনি এমন একটা মাস বেছে নিতে পারেন, যে-মাসে বেশি ছুটির দিন থাকে অথবা পাঁচটা শনিবার ও রবিবার থাকে। কখন সহায়ক অগ্রগামীর কাজ করার পরিকল্পনা করেছেন, সেটা একটা ক্যালেন্ডারে লিখে রাখুন এবং সেখানে তালিকা তৈরি করে রাখুন।—হিতো ২১:৫.

সাহসী হোন . . . অগ্রগামী হিসেবে শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নের উত্তর দিন:

  • যিহোবা কীভাবে বোন ওমানের যত্ন নিয়েছেন আর এটা থেকে আমরা কী শিখতে পারি?