সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

বর্সিল্লয়ের মতো হোন, বিনয়ী মনোভাব দেখান

বর্সিল্লয়ের মতো হোন, বিনয়ী মনোভাব দেখান

বর্সিল্লয়কে রাজা দায়ূদ এক বিশেষ সুযোগ দিতে চেয়েছিলেন (২শমূ ১৯:৩২, ৩৩; প্রহরীদুর্গ ০৭ ৭/১৫ ১৪ অনু. ৫)

বিনয়ী মনোভাব দেখিয়ে বর্সিল্লয় সম্মানের সঙ্গে না করেছিলেন (২শমূ ১৯:৩৪, ৩৫; প্রহরীদুর্গ ০৭ ৭/১৫ ১৪ অনু. ৭)

বর্সিল্লয়ের মতো বিনয়ী মনোভাব দেখান (প্রহরীদুর্গ ০৭ ৭/১৫ ১৫ অনু. ১-২)

আমরা যদি বিনয়ী হই, তা হলে আমরা আমাদের সীমা বুঝতে পারব। যিহোবাকে খুশি করার জন্য আমাদের অবশ্যই নম্র ও বিনয়ী হতে হবে। (মীখা ৬:৮) আমরা যখন বিনয়ী মনোভাব দেখাই, তখন আমরা কোন কোন উপকার লাভ করি?