সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আগস্ট ১৯-২৫

গীতসংহিতা ৭৫-৭৭

আগস্ট ১৯-২৫

গান ১৩ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. বড়াই করবেন না—কেন?

(১০ মিনিট)

যারা বড়াই করে, তারা যিহোবাকে অসন্তুষ্ট করে (গীত ৭৫:৪; ১তীম ৩:৬; প্রহরীদুর্গ ১৮.০১ ২৮ অনু. ৪-৫)

মণ্ডলীতে আমরা যে-সুযোগ বা দায়িত্বই পাই না কেন, তা যিহোবার কাছ থেকে এক উপহার (গীত ৭৫:৫-৭; প্রহরীদুর্গ ০৬ ৭/১৫ ১১ অনু. ২)

যারা গর্ব করে, যেমনটা পৃথিবীর অহংকারী নেতারা করে থাকে, তাদের যিহোবা নত করবেন (গীত ৭৬:১২)

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তি যে-ভাষায় চান, তাকে jw.org ওয়েবসাইট থেকে সেই ভাষার কোনো ভিডিও সম্বন্ধে বলুন (ভিডিও দেখানোর প্রয়োজন নেই)। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৪)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। গৃহকর্তা যখন বলেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, তখন আপনার বিষয়বস্তু পরিবর্তন করুন। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৫)

৬. শিষ্য করার সময়

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১২৭

৭. যখন প্রশংসা করা হয়, তখন অনুগত হোন

(৭ মিনিট) আলোচনা।

যিশুর মতো অনুগত হোন—প্রশংসার সময় শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  •   সারগেকে যখন প্রশংসা করা হয়েছিল, তখন তিনি নম্রভাবে যা বলেছিলেন, সেটা থেকে আপনি কী শিখেছেন?

৮. চিরকাল জীবন উপভোগ করুন! বই অথবা ব্রোশার ব্যবহার করে সেপ্টেম্বর মাসে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ অভিযান

(৮ মিনিট) পরিচর্যা অধ্যক্ষ বক্তৃতা দেবেন। বিশেষ অভিযানের প্রতি আগ্রহ জাগিয়ে তুলুন এবং স্থানীয় ব্যবস্থা সম্বন্ধে বলুন।

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৯৫ এবং প্রার্থনা