সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আগস্ট ২৬–সেপ্টেম্বর ১

গীতসংহিতা ৭৮

আগস্ট ২৬–সেপ্টেম্বর ১

গান ৯৭ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. ইজরায়েলের অবিশ্বস্ততা আমাদের জন্য এক সাবধানবাণী

(১০ মিনিট)

ইজরায়েলীয়েরা যিহোবার আশ্চর্যজনক কাজগুলো ভুলে গিয়েছিল (গীত ৭৮:১১, ৪২; প্রহরীদুর্গ ৯৬ ১২/১ ২৯)

যিহোবা তাদের যে-ভালো বিষয়গুলো জুগিয়েছিলেন, সেগুলোর জন্য তারা কৃতজ্ঞ ছিল না (গীত ৭৮:১৯; প্রহরীদুর্গ ০৬ ৭/১৫ ১৭ অনু. ১৬)

ইজরায়েলীয়েরা তাদের ভুলগুলো থেকে শেখেনি, বরং বার বার তারা অবিশ্বস্ত হয়ে পড়েছিল (গীত ৭৮:৪০, ৪১, ৫৬, ৫৭; প্রহরীদুর্গ ১১ ৭/১ ১০ অনু. ৩-৪, ইংরেজি)


ধ্যানের জন্য: কী আমাদের যিহোবার প্রতি অবিশ্বস্ত হয়ে না পড়তে সাহায্য করবে?

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৭৮:২৪, ২৫—কেন মান্নাকে “স্বর্গের শস্য” এবং “শক্তিশালী ব্যক্তিদের রুটি” বলা হয়েছে? (প্রহরীদুর্গ ০৬ ৭/১৫ ১১ অনু. ৪)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। গৃহকর্তাকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৫ বিষয় ৫)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। ট্র্যাক্ট ব্যবহার করে কথা শুরু করুন। গৃহকর্তাকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৫ বিষয় ৪)

৬. কথাবার্তা শুরু করার জন্য

(১ মিনিট) ঘরে ঘরে প্রচার। গৃহকর্তা সংক্ষেপে কথা বলতে বলেন। তাকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৫)

৭. কথাবার্তা শুরু করার জন্য

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। নির্দিষ্ট কোনো বাইবেলের সত্য না জানিয়ে কথা বলতে বলতে সেই ব্যক্তিকে বুঝতে সাহায্য করুন যে, আপনি একজন যিহোবার সাক্ষি আর এরপর তাকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৪)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৯৬

৮. সুসমাচার প্রচারক ফিলিপের উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি?

(১৫ মিনিট) আলোচনা।

শাস্ত্রে ভালো ও খারাপ অনেক উদাহরণ রয়েছে। আমরা যদি সেই উদাহরণগুলো থেকে শিখতে চাই, তা হলে আমাদের অবশ্যই সময় করে নিতে হবে এবং প্রচেষ্টা করতে হবে। বাইবেলের ঘটনাগুলো পাঠ করার পাশাপাশি আমাদের সেগুলো নিয়ে ধ্যান করতে হবে আর এরপর সেই অনুযায়ী নিজেদের আচরণ পরিবর্তন করতে হবে।

সুসমাচার প্রচারক ফিলিপ এমন একজন খ্রিস্টান হিসেবে পরিচিত ছিলেন, যিনি “পবিত্র শক্তিতে ও প্রজ্ঞায় পূর্ণ।” (প্রেরিত ৬:৩,) তার উদাহরণ থেকে আমরা কোন কোন শিক্ষা লাভ করতে পারি?

তাদের কাছ থেকে শিখুন—সুসমাচার প্রচারক ফিলিপ শিরোনামের ভিডিওটা দেখান এরপর শ্রোতাদের জিজ্ঞেস করুন, নীচে দেওয়া বিষয়গুলো থেকে তারা কী শিখেছে:

  • ফিলিপের পরিস্থিতি যখন হঠাৎ করে পরিবর্তন হয়েছিল, তখন তিনি যা করেছিলেন।—প্রেরিত ৮:১, ৪, ৫

  • যেখানে বেশি প্রয়োজন, সেখানে ইচ্ছুক মনে যাওয়ার পর তিনি যে-আশীর্বাদগুলো পেয়েছিলেন।—প্রেরিত ৮:৬-৮, ২৬-৩১, ৩৪-৪০

  • আতিথেয়তা দেখানোর ফলে ফিলিপ এবং তার পরিবার যে-উপকার লাভ করেছিলেন।—প্রেরিত ২১:৮-১০

  • ফিলিপের উদাহরণ অনুযায়ী কাজ করে ভিডিওতে দেখানো পরিবার যে-আনন্দ লাভ করেছিল

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১০১ এবং প্রার্থনা