সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আগস্ট ৫-১১

গীতসংহিতা ৭০-৭২

আগস্ট ৫-১১

গান ৫৯ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. “পরবর্তী প্রজন্মের কাছে” ঈশ্বরের শক্তি সম্বন্ধে বলুন

(১০ মিনিট)

দায়ূদ যখন অল্পবয়সি ছিলেন, তখন যিহোবা তাকে সুরক্ষা জুগিয়েছিলেন (গীত ৭১:৫; প্রহরীদুর্গ ৯৯ ৯/১ ১৮ অনু. ১৭)

দায়ূদ যখন বৃদ্ধ ছিলেন, তখন যিহোবা তাকে সাহায্য করেছিলেন (গীত ৭১:৯; প্রহরীদুর্গ ১৪ ৩/১৫ ২০-২১ অনু. ৩-৪)

দায়ূদ অল্পবয়সিদের কাছে তার অভিজ্ঞতা সম্বন্ধে বলে তাদের উৎসাহ দিয়েছিলেন (গীত ৭১:১৭, ১৮; প্রহরীদুর্গ ১৪ ১/১৫ ২৩ অনু. ৪-৫)

নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমাদের পারিবারিক উপাসনায় এমন কোন ভাই বা বোনের সাক্ষাৎকার নিতে চাই, যিনি মণ্ডলীতে দীর্ঘসময় ধরে যিহোবার সেবা করছেন?’

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৭২:৮—কীভাবে আদিপুস্তক ১৫:১৮ পদে অব্রাহামকে বলা যিহোবার প্রতিজ্ঞা রাজা শলোমনের শাসনের সময়ে পরিপূর্ণ হয়েছিল? (অন্তর্দৃষ্টি-১ ৭৬৮, ইংরেজি)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। গৃহকর্তা যখন তর্ক করতে শুরু করেন, তখন শান্তভাবে কথা শেষ করুন। (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৫)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই আত্মীয়ের সঙ্গে কথা চালিয়ে যান, যিনি আগের বার বাইবেল অধ্যয়ন করার ব্যাপারে আগ্রহ দেখাননি। (লোকদের ভালোবাসুন পাঠ ৮ বিষয় ৪)

৬. নিজের বিশ্বাস সম্বন্ধে বলুন

(৫ মিনিট) বক্তৃতা ijwfq ৪৯—মূলভাব: কেন যিহোবার সাক্ষিরা তাদের কিছু বোধগম্যতায় রদবদল করেছে? (শিক্ষা দেওয়া পাঠ ১৭)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৭৬

৭. পারিবারিক উপাসনা করার জন্য কিছু পরামর্শ

(১৫ মিনিট) আলোচনা।

পারিবারিক উপাসনা সন্তানদের ‘যিহোবার শাসন ও উপদেশ’ সম্বন্ধে শেখার এক গুরুত্বপূর্ণ সময়। (ইফি ৬:৪) যদিও শেখার জন্য প্রচেষ্টা করতে হয়, কিন্তু সন্তানেরা তা উপভোগও করতে পারে। আর এটা বিশেষভাবে সেইসময় আরও উপভোগ্য হয়ে ওঠে, যখন সন্তানেরা বাইবেলের সত্যগুলো জানার জন্য আরও আকাঙ্ক্ষা গড়ে তোলে। (যোহন ৬:২৭; ১পিতর ২:২) পারিবারিক উপাসনার সময় বাবা-মায়েরা কীভাবে শিক্ষা দিতে পারে এবং সন্তানেরা তা উপভোগ করতে পারে, সেই বিষয়ে “ পারিবারিক উপাসনার জন্য কিছু পরামর্শ” শিরোনামের বাক্স দেখুন আর এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • আপনি এই পরামর্শগুলোর মধ্যে কোনটা কাজে লাগাতে চান?

  • আপনি কি অন্য কোনো বিষয় খুঁজে পেয়েছেন, যেটা উপকারজনক?

আপনার পারিবারিক উপাসনাকে আরও উপভোগ্য করে তুলুন শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • যদি বাড়িতে কোনো সন্তান না থাকে, তা হলে একজন স্বামী পারিবারিক উপাসনাকে তার স্ত্রীর জন্য কীভাবে উপভোগ্য করে তুলতে পারেন?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১২৩ এবং প্রার্থনা