সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জুলাই ১৫-২১

গীতসংহিতা ৬৩-৬৫

জুলাই ১৫-২১

গান ১০৬ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. “তোমার অটল প্রেম জীবনের চেয়েও বেশি মূল্যবান”

(১০ মিনিট)

ঈশ্বরের সঙ্গে ভালো সম্পর্ক আমাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান (গীত ৬৩:৩; প্রহরীদুর্গ ০১ ১০/১৫ ১৫-১৬ অনু. ১৭-১৮)

যিহোবা আমাদের প্রতি কীভাবে অটল প্রেম দেখিয়েছেন, তা নিয়ে আমরা যখন গভীরভাবে চিন্তা করি, তখন তাঁর প্রতি আমাদের উপলব্ধি আরও বেড়ে যায় (গীত ৬৩:৬; প্রহরীদুর্গ ১৯.১২ ২৮ অনু. ৪; প্রহরীদুর্গ ১৫ ১০/১৫ ২৪ অনু. ৭)

ঈশ্বরের অটল প্রেমের প্রতি উপলব্ধি আমাদের আনন্দের সঙ্গে তাঁর প্রশংসা করার জন্য উৎসাহিত করে (গীত ৬৩:৪, ৫; প্রহরীদুর্গ ০৯ ৭/১৫ ১৬ অনু. ৬)

পারিবারিক উপাসনার জন্য পরামর্শ: যিহোবা আপনার প্রতি কোন কোন উপায়ে অটল প্রেম দেখিয়েছেন, তা নিয়ে আলোচনা করুন।

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৬৪:৩—কীভাবে এই শাস্ত্রপদ আমাদের গঠনমূলক কথাবার্তা বলার জন্য উৎসাহিত করে? (প্রহরীদুর্গ ০৭ ১১/১৫ ১৫ অনু. ৬)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(২ মিনিট) ঘরে ঘরে প্রচার। গৃহকর্তা আপনার ভাষায় কথা বলেন না। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৪)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(২ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সাক্ষ্য দেওয়ার আগেই কথাবার্তা শেষ হয়। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৪)

৬. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। সেই ব্যক্তির কাছে কোন বিষয়টা আগ্রহজনক, তা বোঝার চেষ্টা করুন এবং তার সঙ্গে পুনর্সাক্ষাৎ করার ব্যবস্থা করুন। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৫)

৭. নিজের বিশ্বাস সম্বন্ধে বলুন

(৪ মিনিট) নমুনা। ijwfq ৫১—মূলভাব: কেন যিহোবার সাক্ষিরা সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলে, যারা আগে বলেছিল, “আমি আগ্রহী নই”? (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৩)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১৫৪

৮. কীভাবে আমরা যিহোবার প্রতি প্রেম দেখাতে পারি?

(১৫ মিনিট) আলোচনা।

যিহোবা ‘অটল প্রেমে পূর্ণ।’ (গীত ৮৬:১৫) “অটল প্রেম“ বলতে এমন প্রেমকে বোঝায়, যেটার পিছনে প্রতিশ্রুতি, বিশ্বস্ততা, আনুগত্য এবং গভীর আসক্তি রয়েছে। যিহোবা সমস্ত মানুষের প্রতি প্রেম দেখিয়ে থাকেন। তবে, “অটল প্রেম” বলতে যা বোঝায়, তা তিনি কেবল তাঁর সেই দাসদের প্রতিই দেখান, তাঁর সঙ্গে যাদের এক বিশেষ সম্পর্ক রয়েছে। (গীত ৩৩:১৮; ৬৩:৩; যোহন ৩:১৬; প্রেরিত ১৪:১৭) যিহোবার এই অটল প্রেমের প্রতিদানে আমরাও তাঁর প্রতি প্রেম দেখানোর মাধ্যমে আমাদের উপলব্ধি প্রকাশ করতে পারি। কীভাবে আমরা তাঁর প্রতি প্রেম দেখাতে পারি? তাঁর দেওয়া সমস্ত আজ্ঞা মেনে চলার মাধ্যমে, যেগুলোর মধ্যে ‘শিষ্য করার’ আজ্ঞাও রয়েছে।—মথি ২৮:১৯; ১যোহন ৫:৩.

পরিচর্যায় অনন্ত প্রেম দেখান শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

কীভাবে প্রেম আমাদের সেইসময় সুসমাচার জানাতে পরিচালিত করে,

  • যখন আমরা ক্লান্ত থাকি?

  • যখন আমাদের বিরোধিতা করা হয়?

  • যখন আমরা রোজকার বিষয়গুলো করি?

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৭৯ এবং প্রার্থনা