সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জুলাই ১-৭

গান ১৪৮ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

রাজা শৌল এবং তার লোকেরা দায়ূদকে ধরতে ব্যর্থ হওয়ার পর

১. যিহোবা সেই ব্যক্তিদের প্রচেষ্টাকে নিষ্ফল করেন, যারা তাঁর লোকদের বিরোধিতা করে

(১০ মিনিট)

রাজা শৌলের কাছ থেকে দায়ূদ লুকোতে বাধ্য হয়েছিলেন (১শমূ ২৪:৩; গীত ৫৭, শীর্ষলিখন)

দায়ূদের বিরোধীদের প্রচেষ্টাকে যিহোবা নিষ্ফল করেছিলেন (১শমূ ২৪:৭-১০, ১৭-২২; গীত ৫৭:৩)

বিরোধীদের প্রচেষ্টা প্রায়ই তাদের বিপরীতে কাজ করে (গীত ৫৭:৬; সাক্ষ্য দেওয়া ২২০-২২১ অনু. ১৪-১৫)

নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি যখন বিরোধিতার মুখোমুখি হই, তখন কীভাবে দেখাতে পারি যে, আমি যিহোবার উপর নির্ভর করি?’—গীত ৫৭:২.

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. লোকদের সাহায্য করা বন্ধ করবেন না—পৌল কী করেছিলেন?

(৭ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান আর এরপর লোকদের ভালোবাসুন শিরোনামের ব্রোশারের পাঠ ৭ বিষয় ১-২ নিয়ে আলোচনা করুন।

৫. লোকদের সাহায্য করা বন্ধ করবেন না—আমরা কীভাবে পৌলকে অনুকরণ করতে পারি?

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৮৪

৬. স্থানীয় প্রয়োজন

(১৫ মিনিট)

৭. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৯৮ এবং প্রার্থনা