সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জুলাই ২২-২৮

গীতসংহিতা ৬৬-৬৮

জুলাই ২২-২৮

গান ৭ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. যিহোবা প্রতিদিন আমাদের ভার বহন করেন

(১০ মিনিট)

যিহোবা আমাদের প্রার্থনা শোনেন এবং এর উত্তর দেন (গীত ৬৬:১৯; প্রহরীদুর্গ ২৩.০৫ ১২ অনু. ১৫)

যিহোবা অসহায় ব্যক্তিদের প্রয়োজনগুলোর প্রতি খেয়াল রাখেন (গীত ৬৮:৫; প্রহরীদুর্গ ১১ ৪/১ ৩১ অনু. ৫; প্রহরীদুর্গ ০৯ ১০/১ ১৮ অনু. ১)

যিহোবা প্রতিদিন আমাদের সাহায্য করেন (গীত ৬৮:১৯; প্রহরীদুর্গ ২৩.০১ ১৯ অনু. ১৭)

ধ্যানের জন্য: কীভাবে আমরা যিহোবার উপর আমাদের ভার ফেলে দিতে পারি?

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। গৃহকর্তার দেশ, ভাষা অথবা সংস্কৃতি আপনার চেয়ে আলাদা। (লোকদের ভালোবাসুন পাঠ ৫ বিষয় ৩)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। আগের বার আপনি যে-ট্র্যাক্ট দিয়ে এসেছেন, সেটা থেকে আলোচনা চালিয়ে যান। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৩)

৬. শিষ্য করার সময়

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৯০

৭. আপনি কি কারো ভার হালকা করতে পারেন?

(১৫ মিনিট) আলোচনা।

ঈশ্বরের সমস্ত দাসকেই রোজকার জীবনের সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে হয়। (২বংশা ২০:১৫; গীত ১২৭:১) কিন্তু, যিহোবা আমাদের সাহায্য করে থাকেন। (যিশা ৪১:১০) কোন কোন উপায়ে যিহোবা আমাদের সাহায্য করেন? তিনি তাঁর বাক্য ও সংগঠনের মাধ্যমে আমাদের নির্দেশনা দেন। (যিশা ৪৮:১৭) তিনি আমাদের তাঁর পবিত্র শক্তি দেন। (লূক ১১:১৩) এ ছাড়া, তিনি আমাদের ভাই-বোনদের মাধ্যমে উৎসাহ এবং প্রয়োজনীয় সাহায্য দেন। (২করি ৭:৬) এর অর্থ হল, একজন সহখ্রিস্টানের ভার হালকা করার জন্য যিহোবা আমাদের যে-কাউকে ব্যবহার করতে পারেন।

মণ্ডলীতে সেই ব্যক্তিদের প্রতি অনন্ত প্রেম দেখান—যারা বয়স্ক শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • একজন বয়স্ক খ্রিস্টানের ভারকে হালকা করার জন্য আপনি কী করতে পারেন?

মণ্ডলীতে সেই ব্যক্তিদের প্রতি অনন্ত প্রেম দেখান—যারা পূর্ণসময়ের সেবা করছেন শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • একজন পূর্ণসময়ের দাসের ভারকে হালকা করার জন্য আপনি কী করতে পারেন?

মণ্ডলীতে সেই ব্যক্তিদের প্রতি অনন্ত প্রেম দেখান—যারা বিদেশি শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • যারা কোনো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের ভারকে হালকা করার জন্য আপনি কী করতে পারেন?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৮৮ এবং প্রার্থনা