সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জুলাই ২৯–আগস্ট ৪

গীতসংহিতা ৬৯

জুলাই ২৯–আগস্ট ৪

গান ১৩ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. কীভাবে গীতসংহিতার ৬৯ গীতে যিশুর জীবনের ঘটনাগুলো সম্বন্ধে বর্ণনা করা হয়েছে?

(১০ মিনিট)

বিনা কারণে যিশুকে ঘৃণা করা হয়েছিল (গীত ৬৯:৪; যোহন ১৫:২৪, ২৫; প্রহরীদুর্গ ১১ ৮/১৫ ১১ অনু. ১৭)

যিহোবার গৃহের প্রতি যিশুর উদ্যোগ ছিল (গীত ৬৯:৯; যোহন ২:১৩-১৭; প্রহরীদুর্গ ১০ ১২/১৫ ৮ অনু. ৭-৮)

যিশু মানসিকভাবে প্রচণ্ড কষ্ট ভোগ করেছিলেন আর তাকে তেতো দ্রব্য মেশানো দ্রাক্ষারস দেওয়া হয়েছিল (গীত ৬৯:২০, ২১; মথি ২৭:৩৪; লূক ২২:৪৪; যোহন ১৯:৩৪; সচেতন থাক! ৯৫ ১০/২২ ৩১ অনু. ৪, ইংরেজি; অন্তর্দৃষ্টি-২ ৬৫০, ইংরেজি)


ধ্যানের জন্য: কেন যিহোবা ইব্রীয় শাস্ত্র-এ মশীহ সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণীগুলো লিখিয়েছেন?

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৬৯:৩০, ৩১—কীভাবে এই শাস্ত্রপদগুলো আমাদের প্রার্থনার গুণগত মানকে আরও উন্নত করতে সাহায্য করে? (প্রহরীদুর্গ ৯৯ ১/১৫ ১৮ অনু. ১১)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. ধৈর্য হারাবেন না—যিশু কী করেছিলেন?

(৭ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান আর এরপর লোকদের ভালোবাসুন শিরোনামের ব্রোশারের পাঠ ৮ বিষয় ১-২ নিয়ে আলোচনা করুন।

৫. ধৈর্য হারাবেন না—আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১৩৪

৬. স্থানীয় প্রয়োজন

(৫ মিনিট)

৭. পারিবারিক উপাসনার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়

(১০ মিনিট) আলোচনা।

আগে সপ্তাহের মাঝে দুটো সভা হত। একটা হল মণ্ডলীর বই অধ্যয়ন এবং আরেকটা হল ঐশিক পরিচর্যা বিদ্যালয়। পরে ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে এই দুটো সভাকে মিলিয়ে একটা সভা করা হয়। এর ফলে, পরিবারগুলো প্রতি সপ্তাহে একটা সন্ধ্যায় পারিবারিক উপাসনা করার সুযোগ পেয়েছে। অনেকে এই ব্যবস্থার জন্য উপলব্ধি প্রকাশ করেছে, কারণ এতে তারা যিহোবার এবং পরিবারের সদস্যদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পেরেছে।—দ্বিতীয় ৬:৬, ৭.

কিছু গুরুত্বপূর্ণ বিষয় কী, যেগুলো পরিবারের মস্তকদের আরও ভালোভাবে পারিবারিক উপাসনা করার জন্য সাহায্য করবে?

  • নিয়মিতভাবে করুন। যদি সম্ভব হয়, তা হলে প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা সময়ে পারিবারিক উপাসনা করুন। যদি কোনো কারণে সেই দিন করা সম্ভব না হয়, তা হলে অন্য কোনো দিনে করুন

  • প্রস্তুতি নিন। আপনার স্ত্রীর সঙ্গে আলোচনা করুন আর মাঝে মাঝে সন্তানদের মতামত জিজ্ঞেস করুন। অনেক প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই, বিশেষ করে আপনার পরিবার যদি প্রতি সপ্তাহে একই ধরনের বিষয় করতে পছন্দ করে থাকে

  • পরিবারের প্রয়োজনগুলোর কথা মাথায় রাখুন। সন্তান বড়ো হওয়ার সঙ্গেসঙ্গে তাদের প্রয়োজন ও ক্ষমতা পরিবর্তন হয়। আপনি যা প্রস্তুত করেন, তা যেন আপনার পরিবারের সকলের বিশ্বাসকে শক্তিশালী করে

  • পরিবারের সদস্যেরা স্বচ্ছন্দ বোধ করে এমন পরিবেশ বজায় রাখুন। যখন আবহাওয়া ভালো থাকে, তখন বাড়ির বাইরে গিয়ে পারিবারিক উপাসনা করার বিষয়ে চিন্তা করতে পারেন। প্রয়োজন হলে বিরতি নিন। আপনার সন্তানেরা যখন বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যায়, তখন সেগুলো নিয়ে আলোচনা করা যদিও ভালো, তবে পারিবারিক উপাসনার সময় সেগুলোর জন্য তাদের বকাঝকা করবেন না অথবা শাসন করার চেষ্টা করবেন না

  • ভিন্ন ভিন্ন বিষয় করার চেষ্টা করুন। যেমন হতে পারে, পরবর্তী সভার কোনো একটা বিষয় প্রস্তুত করা, jw.org ওয়েবসাইট থেকে কোনো ভিডিও নিয়ে আলোচনা করা এবং প্রচার করার সময় কী বলা যেতে পারে, তা প্র্যাকটিস করা। যদিও পারিবারিক উপাসনার সময় আলোচনা করা প্রধান বিষয় হওয়া উচিত, তবে সেই সময় পরিবারের সদস্যেরা আলাদা আলাদাভাবে ব্যক্তিগত অধ্যয়নও করতে পারে

এই প্রশ্ন নিয়ে আলোচনা করুন:

  • আপনি কি আপনার পারিবারিক উপাসনায় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কাজে লাগানোর চেষ্টা করেছেন?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১১৪ এবং প্রার্থনা