জুলাই ১১-১৭
গীতসংহিতা ৬৯-৭৩
গান ৪৭ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবার লোকেরা সত্য উপাসনার প্রতি উদ্যোগ দেখায়”: (১০ মিনিট)
গীত ৬৯:৯—সত্য উপাসনার প্রতি আমাদের উদ্যোগ স্পষ্টভাবে প্রকাশ করা উচিত (প্রহরীদুর্গ ১০ ১২/১৫ ৭-১১ অনু. ২-১৭)
গীত ৭১:১৭, ১৮—বয়স্ক ব্যক্তিরা অল্পবয়সিদের উদ্যোগী হওয়ার জন্য সাহায্য করতে পারেন (প্রহরীদুর্গ ১৪ ১/১৫ ২৩-২৪ অনু. ৪-১০)
গীত ৭২:৩, ১২, ১৪, ১৬-১৯—আমাদের উদ্যোগ ঈশ্বরের রাজ্য মানবজাতির জন্য যা-কিছু সম্পাদন করবে, সেগুলো অন্যদের বলার জন্য অনুপ্রাণিত করে (প্রহরীদুর্গ [জনসাধারণের সংস্করণ] ১৬.১ ১৬ অনু. ৩; প্রহরীদুর্গ ১০ ৮/১৫ ৩২ অনু. ১৯-২০)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
গীত ৬৯:৪, ২১—এই শাস্ত্রপদের ভবিষ্যদ্বাণীগুলো কীভাবে মশীহের ক্ষেত্রে পরিপূর্ণ হয়েছিল? (প্রহরীদুর্গ ১১ ৮/১৫ ১১ অনু. ১৭; প্রহরীদুর্গ ১১ ৮/১৫ ১৫ অনু. ১৫)
গীত ৭৩:২৪—কীভাবে যিহোবা তাঁর দাসদের প্রতাপান্বিত বা গৌরবান্বিত করেন? (প্রহরীদুর্গ ১৩ ২/১৫ ২৫-২৬ অনু. ৩-৪)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) গীত ৭৩:১-২৮
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-32 ট্র্যাক্ট—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-32 ট্র্যাক্ট
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার পাঠ ৫ অনু. ৩-৪
খ্রিস্টীয় জীবনযাপন
“আপনি কি এক বছর এটা করে দেখতে পারেন?”: (১৫ মিনিট) শুরুতে প্রবন্ধ এবং এর সঙ্গে যুক্ত “নিয়মিত অগ্রগামী কাজের তালিকা” শিরোনামের অংশটা সংক্ষেপে আলোচনা করুন। এরপর JW ব্রডকাস্টিং-এর অনন্ত ভবিষ্যৎ জড়িত, এমন এক কেরিয়ার বেছে নিন শিরোনামের ভিডিওটা দেখান ও সেটা নিয়ে আলোচনা করুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন পৃষ্ঠা ২-৩ এবং ভূমিকা অনু. ১-১৫
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১৯ এবং প্রার্থনা