জুলাই ১৮-২৪
গীতসংহিতা ৭৪-৭৮
গান ৯ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবার কাজগুলো স্মরণে রাখুন”: (১০ মিনিট)
গীত ৭৪:১৬; ৭৭:৬, ১১, ১২—যিহোবার কাজ নিয়ে ধ্যান করুন (প্রহরীদুর্গ ১৫ ৮/১৫ ১০ অনু. ৩-৪; প্রহরীদুর্গ ০৪ ৩/১ ১৯-২০; প্রহরীদুর্গ ০৩ ৭/১ ১০-১১ অনু. ৬-৭)
গীত ৭৫:৪-৭—যিহোবার উত্তম কাজের মধ্যে একটা হল, তাঁর মণ্ডলীর যত্ন নেওয়ার জন্য নম্র পুরুষদের নিযুক্ত করা (প্রহরীদুর্গ ০৬ ৭/১৫ ১১ অনু. ২; অন্তর্দৃষ্টি-১ ১১৬০ অনু. ৭, ইংরেজি)
গীত ৭৮:১১-১৭—যিহোবা কীভাবে তাঁর লোকেদের জন্য কাজ করেছেন, তা স্মরণে রাখুন (প্রহরীদুর্গ ০৪ ৪/১ ২১-২২)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
গীত ৭৮:২—এই শাস্ত্রপদের ভবিষ্যদ্বাণী কীভাবে মশীহের ক্ষেত্রে পরিপূর্ণ হয়েছিল? (প্রহরীদুর্গ ১১ ৮/১৫ ১১ অনু. ১৪)
গীত ৭৮:৪০, ৪১—এই শাস্ত্রপদ অনুযায়ী আমাদের কাজ যিহোবার উপর কেমন প্রভাব ফেলতে পারে? (প্রহরীদুর্গ ১২ ১১/১ ১৪ অনু. ৫, ইংরেজি; প্রহরীদুর্গ ১১ ৭/১ ১০, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) গীত ৭৮:১-২১
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-32 ট্র্যাক্ট—দান দেওয়ার ব্যবস্থা সম্বন্ধে উল্লেখ করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-32 ট্র্যাক্ট
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার পাঠ ৫ অনু. ৬-৭
খ্রিস্টীয় জীবনযাপন
স্থানীয় প্রয়োজন: (১০ মিনিট)
যিহোবা সমস্তকিছু সৃষ্টি করেছেন: (৫ মিনিট) আলোচনা। jw.org ওয়েবসাইট থেকে যিহোবা সমস্তকিছু সৃষ্টি করেছেন শিরোনামের ভিডিওটা দেখান।(jw.org/bn ওয়েবসাইটে যান এবং ওয়েবসাইটের প্রকাশনাদি > ভিডিও-তে গিয়ে যিহোবার বন্ধু হও ধারাবাহিক ভিডিওগুলো থেকে দেখুন।) এরপর, নির্বাচিত কয়েক জন অল্পবয়সি ছেলে-মেয়েকে মঞ্চে আমন্ত্রণ জানান এবং তাদেরকে ভিডিও সম্বন্ধে কিছু প্রশ্ন জিজ্ঞেস করুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ১ অনু. ১-১৩
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২ এবং প্রার্থনা