সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গীতসংহিতা ৭৪-৭৮

যিহোবার কাজগুলো স্মরণে রাখুন

যিহোবার কাজগুলো স্মরণে রাখুন

যিহোবা যে-উত্তম কাজগুলো করেছেন, সেগুলো নিয়ে ধ্যান করা অতীব গুরুত্বপূর্ণ

৭৪:১৬; ৭৭:৬, ১১, ১২

  • ঈশ্বরের বাক্য পড়ার পর তা নিয়ে ধ্যান করলে আমরা সেই বাক্য আরও ভালোভাবে বুঝতে এবং আধ্যাত্মিক খাদ্যের প্রতি গভীর উপলব্ধি গড়ে তুলতে পারব

  • যিহোবা সম্বন্ধে গভীরভাবে চিন্তা করলে আমরা তাঁর অপূর্ব কাজগুলো ও আমাদের ভবিষ্যতের আশা স্মরণে রাখতে পারব

যহোবার উত্তম কাজের অন্তর্ভুক্ত হল:

৭৪:১৬, ১৭; ৭৫:৬, ৭; ৭৮:১১-১৭

  • সৃষ্টি

    আমরা সৃষ্টি সম্বন্ধে যত বেশি শিখব, যিহোবার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা তত বেশি বৃদ্ধি পাবে

  • মণ্ডলীর নিযুক্ত পুরুষেরা

    যিহোবা যাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করেছেন, তাদের প্রতি আমাদের বশীভূত হওয়া উচিত

  • তাঁর লোকেদের পরিত্রাণ

    যিহোবা যে-সমস্ত উপায়ে তাঁর লোকেদের উদ্ধার করেছেন, তা যদি আমরা স্মরণে রাখি, তা হলে তাঁর লোকেদের যত্ন নেওয়ার বিষয়ে যিহোবার যে-আকাঙ্ক্ষা ও ক্ষমতা রয়েছে, সেটার উপর আমাদের বিশ্বাস শক্তিশালী হয়