সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | লূক ১০-১১

প্রতিবেশীসুলভ শমরীয়ের নীতিগল্প

প্রতিবেশীসুলভ শমরীয়ের নীতিগল্প

১০:২৫-৩৭

এই নীতিগল্পের মাধ্যমে যিশু একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন আর তা হল: “আমার প্রতিবাসী কে?” (লূক ১০:২৫-২৯) তিনি জানতেন, পরবর্তী সময়ে খ্রিস্টীয় মণ্ডলী ‘সকল’ ধরনের লোকেদের নিয়ে গঠিত হবে, যাদের মধ্যে শমরীয় ও পরজাতীয় ব্যক্তিরাও থাকবে। (যোহন ১২:৩২) এই নীতিগল্প তাঁর অনুসারীদের এটা শিক্ষা দিয়েছিল যে, অন্যদের—এমনকী যারা তাদের চেয়ে অনেক আলাদা সেই ব্যক্তিদের—প্রতি প্রেম দেখানোর জন্য তাদের বিশেষ প্রচেষ্টা করতে হবে।

নিজেকে জিজ্ঞেস করুন:

  • ‘ভিন্ন সংস্কৃতির ভাই ও বোনদের সম্বন্ধে আমি কেমন অনুভব করি?’

  • ‘আমি কি মূলত সেই ব্যক্তিদের সঙ্গেই সময় কাটাই, যাদের সঙ্গে আমার অনেক বিষয়ে মিল রয়েছে?’

  • ‘ভিন্ন পটভূমি থেকে আসা সহখ্রিস্টানদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আমি কি আমার হৃদয়কে প্রশস্ত করতে পারি?’ (২করি ৬:১৩)

আমি কাকে আমন্ত্রণ জানাতে পারি . . .

  •  আমার সঙ্গে প্রচার করার জন্য?

  •  আমার ঘরে এসে খাওয়া-দাওয়া করার জন্য?

  •  আমার পরিবারের সঙ্গে পরবর্তী পারিবারিক উপাসনার সন্ধ্যায় যোগ দেওয়ার জন্য?