সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জুলাই ২-৮

লূক ৬-৭

জুলাই ২-৮
  • গান ২৫ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • উদারভাবে পরিমাপ করুন”: (১০ মিনিট)

    • লূক ৬:৩৭—আমরা যদি লোকেদের ছেড়ে দিই বা ক্ষমা করি, তা হলে তারাও আমাদের ক্ষমা করবে (“ক্ষমা কোরো, তা হলে তোমাদেরও ক্ষমা করা হবে” স্টাডি নোট—লূক ৬:৩৭, nwtsty; প্রহরীদুর্গ ০৮ ৫/১৫ ৯-১০ অনু. ১৩-১৪)

    • লূক ৬:৩৮—আমাদের দান দেওয়ার অভ্যাস করা উচিত (“দান দেওয়ার অভ্যাস করো” স্টাডি নোট—লূক ৬:৩৮, nwtsty)

    • লূক ৬:৩৮—আমরা লোকেদের যেভাবে পরিমাপ করব, তারাও আমাদের সেভাবে পরিমাপ করবে (“তোমাদের কোলে” স্টাডি নোট—লূক ৬:৩৮, nwtsty)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • লূক ৬:১২, ১৩—কীভাবে যিশু সেই খ্রিস্টানদের জন্য উত্তম উদাহরণ স্থাপন করেছেন, যারা জীবনে বড়ো বড়ো সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছে? (প্রহরীদুর্গ ০৭ ৮/১ ৬ অনু. ১)

    • লূক ৭:৩৫—আমাদের যদি অপবাদ দেওয়া হয়, তা হলে যিশুর কথাগুলো কীভাবে আমাদের সাহায্য করতে পারে? (“নিজের সন্তান” স্টাডি নোট—লূক ৭:৩৫, nwtsty)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) লূক ৭:৩৬-৫০

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ১৮

  • যিহোবার উদারতা অনুকরণ করুন: (১৫ মিনিট) ভিডিওটা দেখান। এরপর এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

    • যিহোবা ও যিশু কীভাবে উদারতা দেখিয়েছেন?

    • আমরা উদারতা দেখালে, যিহোবা আমাদের কীভাবে আশীর্বাদ করেন?

    • ক্ষমা করার ক্ষেত্রে একজন উদার ব্যক্তি হওয়ার অর্থ কী?

    • কোন কোন উপায়ে আমরা সময় দেওয়ার ক্ষেত্রে উদার হতে পারি?

    • প্রশংসা করার ক্ষেত্রে আমরা কীভাবে উদার হতে পারি?

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন  অধ্যায় ১৯ অনু. ৯-১৭

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৩০ এবং প্রার্থনা