চিলিতে বাইবেল অধ্যয়ন করানো হচ্ছে

আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ডিসেম্বর ২০১৬

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

T-31 ট্র্যাক্ট অর্পণ করার এবং দুঃখকষ্টের কারণগুলো সম্বন্ধে সত্য তুলে ধরার জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা। নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য এই উদাহরণগুলো ব্যবহার করুন।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

‘চল, আমরা সদাপ্রভুর পর্ব্বতে গিয়া উঠি’

ভাববাদী যিশাইয় যুদ্ধের অস্ত্রশস্ত্র যে চাষের সরঞ্জামে পরিণত হয়, সেই বিষয়ে বর্ণনা করেন আর এটা ইঙ্গিত দেয়, যিহোবা ঈশ্বরের লোকেরা শান্তির অনুধাবন করবে। (যিশাইয় ২:৪)

খ্রিস্টীয় জীবনযাপন

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—“ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” বই ব্যবহার করে লোকেদের হৃদয়ে পৌঁছানোর মাধ্যমে

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—“ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” বই ব্যবহার করে লোকেদের হৃদয়ে পৌঁছানোর মাধ্যমে

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

মশীহ ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ করেন

যিশাইয় ভবিষ্যদ্‌বাণী করেছিলেন যে, মশীহ গালীলে প্রচার কাজ করবেন। যিশু সমগ্র গালীলে সুসমাচার প্রচার করার মাধ্যমে এই ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ করেন।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

“এই আমি, আমাকে পাঠাও”

কীভাবে আমরা যিশাইয়ের ইচ্ছুক মনোভাব ও বিশ্বাস অনুকরণ করতে পারি? একটা পরিবারের অভিজ্ঞতা লক্ষ করুন, যারা যেখানে বেশি প্রয়োজন সেখানে গিয়ে সেবা করছেন।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

পৃথিবী সদাপ্রভু বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হবে

পরমদেশ পৃথিবী সম্বন্ধে যিশাইয়ের ভবিষ্যদ্‌বাণী কীভাবে অতীতে পরিপূর্ণ হয়েছিল, বর্তমানে পরিপূর্ণ হচ্ছে এবং ভবিষ্যতে পরিপূর্ণ হবে?

খ্রিস্টীয় জীবনযাপন

ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত শিক্ষা ভেদাভেদ দূর করে

দু-জন প্রাক্তন শত্রু আধ্যাত্মিক ভাইয়ে পরিণত হন—ঐশিক শিক্ষা যে লোকেদের একতাবদ্ধ করতে পারে, সেটার এক চমৎকার উদাহরণ।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ক্ষমতার অপব্যবহার কর্তৃত্ব হারাতে পরিচালিত করে

কীভাবে শিব্‌নের তার কর্তৃত্বকে ব্যবহার করা উচিত ছিল? কেন যিহোবা শিব্‌নের জায়গায় ইলীয়াকীমকে নিযুক্ত করেছিলেন?