নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
ভবিষ্যৎকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? (T-31 ট্র্যাক্ট)
প্রশ্ন: আপনি কি এমন একটা ভবিষ্যৎ চান, যেখানে অর্থপূর্ণ ও পরিতৃপ্তিদায়ক কাজ থাকবে, যেখানে কোনো ধরনের অসুস্থতা বা দুঃখকষ্ট থাকবে না এবং যেখানে আপনি পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে অনন্তকাল বেঁচে থাকতে পারবেন?
শাস্ত্রপদ: গীত ৩৭:১১, ২৯
অর্পণ: কীভাবে এইরকম এক পরিস্থিতি আসবে, সেই বিষয়ে এই ট্র্যাক্টে আরও তথ্য তুলে ধরা হয়েছে।
সত্য সম্বন্ধে শিক্ষা দিন
প্রশ্ন: আমাদের দুঃখকষ্টের জন্য কি ঈশ্বর দায়ী, না কি অন্য কিছু?
শাস্ত্রপদ: ইয়োব ৩৪:১০
সত্য: ঈশ্বর কখনোই আমাদের দুঃখকষ্টের জন্য দায়ী নন। এর পরিবর্তে, দুঃখকষ্টের কারণ হল দিয়াবল, মানুষের ভুল বাছাই এবং ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত হওয়া। আমরা যখন কষ্টভোগ করি, তখন ঈশ্বর আমাদের সাহায্য করতে পারেন। তিনি সত্যিই আমাদের জন্য চিন্তা করেন।
কেন বাইবেল অধ্যয়ন করবেন? (ভিডিও)
প্রশ্ন: আপনার কী মনে হয়, ঈশ্বর কি এই জগৎকে নিয়ন্ত্রণ করছেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই বিষয়ে বাইবেল কী বলে, তা জেনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। এই সংক্ষিপ্ত ভিডিওতে তা তুলে ধরা হয়েছে। [ভিডিওটা দেখান।]
অর্পণ: এই ব্রোশারের পাঠ ৮-এ তুলে ধরা হয়েছে, কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন এবং এটা দূর করার জন্য তিনি কী করবেন। [সুসমাচার ব্রোশার অর্পণ করুন।]
নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন
আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন।