ডিসেম্বর ১২-১৮
যিশাইয় ৬-১০
গান ৪৩ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“মশীহ ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ করেন”: (১০ মিনিট)
যিশা ৯:১, ২—গালীলে তাঁর জনসাধারণ্যে পরিচর্যা করার বিষয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল (প্রহরীদুর্গ ১১ ৮/১৫ ১০ অনু. ১৩; যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-১ ১২৪-১২৬ অনু. ১৩-১৭, ইংরেজি)
যিশা ৯:৬—তাঁর বিভিন্ন ভূমিকা থাকবে (প্রহরীদুর্গ ১৪ ২/১৫ ১২ অনু. ১৮; প্রহরীদুর্গ ০৭ ৫/১৫ ৬)
যিশা ৯:৭—তাঁর শাসন প্রকৃত শান্তি ও ন্যায়বিচার নিয়ে আসবে (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-১ ১৩২ অনু. ২৮-২৯)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যিশা ৭:৩, ৪—কেন যিহোবা দুষ্ট রাজা আহসকে রক্ষা করেছিলেন? (প্রহরীদুর্গ ০৬ ১২/১ ৯ অনু. ৩)
যিশা ৮:১-৪—কীভাবে এই ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ হয়েছিল? (অন্তর্দৃষ্টি-১ ১২১৯, ইংরেজি; যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-১ ১১১-১১২ অনু. ২৩-২৪, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিশা ৭:১-১৭
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-31 ট্র্যাক্ট
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) প্রথম সাক্ষাতে ছেড়ে আসা T-31 ট্র্যাক্ট ব্যবহার করে পুনর্সাক্ষাৎ করুন
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ৩ অনু. ১৮—কীভাবে ছাত্রের হৃদয়ে পৌঁছানো যায়, তা তুলে ধরুন।
খ্রিস্টীয় জীবনযাপন
“এই আমি, আমাকে পাঠাও” (যিশা ৬:৮): (১৫ মিনিট) আলোচনা। যেখানে বেশি প্রয়োজন, সেখানে গিয়ে সেবা করা শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ১১ অনু. ১২-২০, ৯৮ পৃষ্ঠায় দেওয়া পুনরালোচনার বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২৭ এবং প্রার্থনা