সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

“এই আমি, আমাকে পাঠাও”

“এই আমি, আমাকে পাঠাও”

যিশাইয়ের ইচ্ছুক মনোভাব সত্যিই অনুকরণযোগ্য। যখন প্রয়োজন দেখা দিয়েছিল, তখন তিনি বিশ্বাস দেখিয়েছিলেন এবং তৎক্ষণাৎ সাড়া দিয়েছিলেন, যদিও তিনি সমস্ত বিষয় জানতেন না। (যিশা ৬:৮) যেখানে রাজ্য ঘোষণাকারীদের বেশি প্রয়োজন রয়েছে, সেখানে গিয়ে সেবা করার জন্য আপনি কি আপনার পরিস্থিতির রদবদল করতে পারেন? (গীত ১১০:৩) অবশ্য, এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে “ব্যয় হিসাব করিয়া” দেখা গুরুত্বপূর্ণ। (লূক ১৪:২৭, ২৮) তবে, প্রচার কাজের উদ্দেশ্যে বিভিন্ন ত্যাগস্বীকার করার জন্য ইচ্ছুক মনোভাব দেখান। (মথি ৮:২০; মার্ক ১০:২৮-৩০) যেখানে বেশি প্রয়োজন, সেখানে গিয়ে সেবা করা শিরোনামের ভিডিওতে যেমন তুলে ধরা হয়েছে, যিহোবার সেবায় আমরা যে-সমস্ত আশীর্বাদ লাভ করে থাকি, সেগুলোর তুলনায় আমাদের যেকোনো ত্যাগস্বীকার খুবই নগণ্য।

ভিডিও দেখার পর, নীচে দেওয়া এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • ইকুয়েডরে গিয়ে সেবা করার জন্য উইলিয়ামস্‌ পরিবারের সদস্যরা ব্যক্তিগতভাবে কোন কোন ত্যাগস্বীকার করেছে?

  • কোথায় গিয়ে সেবা করবে, তা বাছাই করার সময় তারা কোন বিষয়গুলো নিয়ে বিবেচনা করেছে?

  • তারা কোন কোন আশীর্বাদ লাভ করেছে?

  • যেখানে বেশি প্রয়োজন, সেখানে গিয়ে সেবা করার বিষয়ে কোথায় আপনি আরও তথ্য পেতে পারেন?

আপনাদের পরবর্তী পারিবারিক উপাসনার সময় নীচে দেওয়া এই প্রশ্নগুলো আলোচনা করুন:

  • কীভাবে আমরা পরিবারগতভাবে পরিচর্যায় আরও বেশি সময় ব্যয় করতে পারি? (রাজ্যের পরিচর্যা ৮/১১ ৪-৬)

  • যেখানে বেশি প্রয়োজন, সেখানে গিয়ে আমরা যদি সেবা করতে না পারি, তা হলে কোন কোন উপায়ে আমরা স্থানীয় মণ্ডলীকে সমর্থন করতে পারি? (প্রহরীদুর্গ ১৬.০৩ ২৩-২৫)