খ্রিস্টীয় জীবনযাপন
“এই আমি, আমাকে পাঠাও”
যিশাইয়ের ইচ্ছুক মনোভাব সত্যিই অনুকরণযোগ্য। যখন প্রয়োজন দেখা দিয়েছিল, তখন তিনি বিশ্বাস দেখিয়েছিলেন এবং তৎক্ষণাৎ সাড়া দিয়েছিলেন, যদিও তিনি সমস্ত বিষয় জানতেন না। (যিশা ৬:৮) যেখানে রাজ্য ঘোষণাকারীদের বেশি প্রয়োজন রয়েছে, সেখানে গিয়ে সেবা করার জন্য আপনি কি আপনার পরিস্থিতির রদবদল করতে পারেন? (গীত ১১০:৩) অবশ্য, এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে “ব্যয় হিসাব করিয়া” দেখা গুরুত্বপূর্ণ। (লূক ১৪:২৭, ২৮) তবে, প্রচার কাজের উদ্দেশ্যে বিভিন্ন ত্যাগস্বীকার করার জন্য ইচ্ছুক মনোভাব দেখান। (মথি ৮:২০; মার্ক ১০:২৮-৩০) যেখানে বেশি প্রয়োজন, সেখানে গিয়ে সেবা করা শিরোনামের ভিডিওতে যেমন তুলে ধরা হয়েছে, যিহোবার সেবায় আমরা যে-সমস্ত আশীর্বাদ লাভ করে থাকি, সেগুলোর তুলনায় আমাদের যেকোনো ত্যাগস্বীকার খুবই নগণ্য।
ভিডিও দেখার পর, নীচে দেওয়া এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
ইকুয়েডরে গিয়ে সেবা করার জন্য উইলিয়ামস্ পরিবারের সদস্যরা ব্যক্তিগতভাবে কোন কোন ত্যাগস্বীকার করেছে?
-
কোথায় গিয়ে সেবা করবে, তা বাছাই করার সময় তারা কোন বিষয়গুলো নিয়ে বিবেচনা করেছে?
-
তারা কোন কোন আশীর্বাদ লাভ করেছে?
-
যেখানে বেশি প্রয়োজন, সেখানে গিয়ে সেবা করার বিষয়ে কোথায় আপনি আরও তথ্য পেতে পারেন?
আপনাদের পরবর্তী পারিবারিক উপাসনার সময় নীচে দেওয়া এই প্রশ্নগুলো আলোচনা করুন:
-
কীভাবে আমরা পরিবারগতভাবে পরিচর্যায় আরও বেশি সময় ব্যয় করতে পারি? (রাজ্যের পরিচর্যা ৮/১১ ৪-৬)
-
যেখানে বেশি প্রয়োজন, সেখানে গিয়ে আমরা যদি সেবা করতে না পারি, তা হলে কোন কোন উপায়ে আমরা স্থানীয় মণ্ডলীকে সমর্থন করতে পারি? (প্রহরীদুর্গ ১৬.০৩ ২৩-২৫)