সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ডিসেম্বর ২৬–জানুয়ারি ১

যিশাইয় ১৭-২৩

ডিসেম্বর ২৬–জানুয়ারি ১
  • গান ৪২ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • ক্ষমতার অপব্যবহার কর্তৃত্ব হারাতে পরিচালিত করে”: (১০ মিনিট)

    • যিশা ২২:১৫, ১৬—শিব্‌ন তার কর্তৃত্নকে নিজ স্বার্থে কাজে লাগিয়েছিলেন (যিশাইয়ের ভবিষ্যদ্‌বাণী-১ ২৩৮ অনু. ১৬-১৭, ইংরেজি)

    • যিশা ২২:১৭-২২—যিহোবা শিব্‌নের জায়গায় ইলীয়াকীমকে নিযুক্ত করেছিলেন (যিশাইয়ের ভবিষ্যদ্‌বাণী-১ ২৩৮-২৩৯ অনু. ১৭-১৮)

    • যিশা ২২:২৩-২৫—শিব্‌নের উদাহরণ আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে (প্রহরীদুর্গ ০৭ ১/১৫ ৮ অনু. ৬; যিশাইয়ের ভবিষ্যদ্‌বাণী-১ ২৪০-২৪১ অনু. ১৯-২০)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • যিশা ২১:১—কোন অঞ্চলকে “সাগরসমীপস্থ প্রান্তর” বলা হয়েছে এবং কেন? (প্রহরীদুর্গ ০৬ ১২/১ ১১ অনু. ২)

    • যিশা ২৩:১৭, ১৮—কীভাবে সোরের লভ্যাংশ “সদাপ্রভুর উদ্দেশে পবিত্র” হয়েছিল? (যিশাইয়ের ভবিষ্যদ্‌বাণী-১ ২৫৩-২৫৪ অনু. ২২-২৪, ইংরেজি)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?

    • এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিশা ১৭:১-১৪

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচারকেন বাইবেল অধ্যয়ন করবেন? শিরোনামের ভিডিওটা ব্যবহার করে ব্রোশার অর্পণ করুন। (নোট: নমুনা চলাকালীন ভিডিও দেখানোর প্রয়োজন নেই।)

  • পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার—দরজায় দাঁড়িয়ে বাইবেল অধ্যয়ন শুরু করুন এবং পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১৩ অনু. ১০-১১—কীভাবে ছাত্রের হৃদয়ে পৌঁছানো যায়, তা তুলে ধরুন।

খ্রিস্টীয় জীবনযাপন