সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিশাইয় ১৭-২৩

ক্ষমতার অপব্যবহার কর্তৃত্ব হারাতে পরিচালিত করে

ক্ষমতার অপব্যবহার কর্তৃত্ব হারাতে পরিচালিত করে

শিব্‌ন একটা “বাটীর,” সম্ভবত রাজা হিষ্কিয়ের বাড়ির “অধ্যক্ষ” ছিলেন। রাজার পরেই তিনি দ্বিতীয় স্থানে ছিলেন এবং তার কাছ থেকে অনেক কিছু আশা করা হয়েছিল।

২২:১৫, ১৬

  • শিব্‌নের উচিত ছিল, যিহোবার লোকেদের প্রয়োজনগুলোর যত্ন নেওয়া

  • তিনি স্বার্থপরভাবে নিজের গৌরব লাভের চেষ্টা করেছিলেন

২২:২০-২২

  • যিহোবা শিব্‌নের জায়গায় ইলীয়াকীমকে নিযুক্ত করেছিলেন

  • ইলীয়াকীমকে “দায়ূদ-কুলের চাবি” দেওয়া হয়েছিল, যেটা ক্ষমতা ও কর্তৃত্নকে চিত্রিত করে

বিবেচনা করুন: কীভাবে শিব্‌ন তার কর্তৃত্নকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করতে পারতেন?